সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

প্রি-ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে অ্যাপলের অ্যাপ ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

প্রি-ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে অ্যাপলের অ্যাপ

Info Tech

Published : ১৮:২১, ২৮ অক্টোবর ২০২৪

ডায়াবেটিস থেকে নিজেকে নিরাপদ রাখতে নিজস্ব অ্যাপ আনতে যাচ্ছে অ্যাপল। অ্যাপটি ব্যবহারকারীর রক্তে শর্করা নিয়ন্ত্রণ রাখতে নানারকম কৌশল শেখাবে। সেইসঙ্গে খাবারের ক্যালরির মাত্রা পরিমাপেও সাহায্য করবে। অ্যাপটি মূলত যে কাজ করবে তা হলোব্যবহারকারীর খাদ্যাভ্যাসের সঙ্গে রক্তে শর্করার মাত্রা কমছে নাকি বাড়ছে তা পর্যবেক্ষণে সাহায্য করবে। যেমন বেশি কার্বোহাইড্রেটযুক্ত খাবার রক্তে শর্করা বাড়ায়আবার সেই খাবারের সঙ্গে কিছুটা প্রোটিন যোগ করলে শর্করা কিছুটা নিয়ন্ত্রণে থাকে ইত্যাদি।

প্রি-ডায়াবেটিস হলো গ্লুকোজের এমন একটি অবস্থা যেখানে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে কিন্তু ডায়াবেটিসের জন্য নির্ধারিত মাত্রার চেয়ে আবার  কম থাকে। এমন অবস্থাকে প্রি-ডায়াবেটিস বা বর্ডার লাইন ডায়াবেটিস বলা হয়। এটা হলে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকে। এই অবস্থা থেকে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

 গুঞ্জন রয়েছে যে অ্যাপল অনেকদিন ধরেই রক্তে শর্করা বা গ্লুকোজ পরিমাপের প্রযুক্তি নিয়ে কাজ করছে। তবে এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনও তথ্য জানা যাচ্ছিল না। সম্প্রতি এক প্রতিবেদনে ব্লুমবার্গ প্রি-ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য অ্যাপলের একটি অ্যাপ তৈরির কথা জানায়। এরই মধ্যে বেশ কয়েকজন অ্যাপল কর্মীর ওপর অ্যাপটির কার্যকারিতার পরীক্ষা চালিয়েছে।

তবে সম্প্রতি ডেক্সকম ও অ্যাবট নামের প্রতিষ্ঠান ইনসুলিনের ওপর নির্ভরশীল নন এমন ব্যক্তিদের জন্য বিশেষ গ্লুকোজ মনিটরিং সিস্টেম এনেছে। অপরিদকে নিউট্রিসেন্স ও লেভেলসের মতো স্টার্টআপও তাদের ব্যবহারকারীদের ওজন নিয়ন্ত্রণখেলা কিংবা খাদ্যাভ্যাসের প্রভাব ট্র্যাক করতে গ্লুকোজ মনিটরের ব্যবহার নিয়ে কাজ করছে বলে জানা গেছে।

এমএএইচ

শেয়ার করুনঃ