সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

ইন্দোনেশিয়ায় আইফোন-১৬ বিক্রি নিষিদ্ধ ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আইফোন-১৬ বিক্রি নিষিদ্ধ

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:১৩, ২৬ অক্টোবর ২০২৪

ইন্দোনেশিয়ায় আইফোন-১৬ বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী আগুস গুমিওয়াং কর্তাসাসমিতা বলেছেন, দেশটিতে আইফোন-১৬ ব্যবহার বা বিক্রি আইনবিরোধী। খবর টাইমস অব ইন্ডিয়ার।

কর্তাসাসমিতা আরও বলেন, যদি ইন্দোনেশিয়ায় কোনও আইফোন-১৬ ব্যবহার করা হয় তাহলে সেটির ব্যবহার অবৈধ হিসেবে চিহ্নিত হবে। আইফোন ১৬এর জন্য কোনও আন্তর্জাতিক মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই) সার্টিফিকেশন এখনও ইস্যু করা হয়নি।

ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ প্রতিশ্রুতি পূরণ না করায় এই নিষেধাজ্ঞার নেপথ্য কারণ বলে জানা গেছে। প্রায় ১০ কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করার কথা ছিল অ্যাপলের। এর মধ্যে এখন পর্যন্ত ৯ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করেছে অ্যাপল।

যদিও এর আগে দেশটির শিল্পমন্ত্রী অ্যাপলের বিনিয়োগ ঘাটতির কথা উল্লেখ করে বলেছিলেন, আইফোন ১৬ বিক্রি বা ব্যবহার নিষিদ্ধ হতে পারে। অ্যাপলের টিকেডিএন সার্টিফিকেশন এখনও সম্পন্ন হয়নি। টিকেডিএন সার্টিফিকেশন হলো- ইন্দোনেশিয়াতে অ্যাপলের পণ্য বিক্রি করতে হলে সেই প্রতিষ্ঠানের কমপক্ষে ৪০ শতাংশ স্থানীয় কনটেন্ট ভ্যালু অ্যাডের প্রয়োজন হয়।

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক গত এপ্রিলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে দেখা করে সেখানে অ্যাপলের নিজস্ব উৎপাদনকেন্দ্র তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

 

এমএএইচ

শেয়ার করুনঃ