সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

রান্নার পুরো রেসিপি দেখা যাবে গুগল সার্চে ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রান্নার পুরো রেসিপি দেখা যাবে গুগল সার্চে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:০৩, ১৪ অক্টোবর ২০২৪

গুগল সার্চে রান্নার পুরো রিসিপ দেখা যাবে। সম্প্রতি এমন একটি ফিচার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। কুইক ভিউ নামে ফিচারটি চালু হলে এক সার্চ রেজাল্ট থেকেই কোনও খাবারের সম্পূর্ণ রেসিপি পাওয়া যাবে। এজন্য আলাদাভাবে আর কোনও ওয়েবসাইটে ঢুকতে হবে না।

গুগল জানায়, ফিচারের সুবিধা অনুযায়ী কোনও খাবারের নাম সার্চে দিলেই খাবারটির বিভিন্ন তথ্যসহ রান্নার পদ্ধতি পপুলার রেসিপি শিরোনামে দেখাবে। এরপর পছন্দের রেসিপির ট্যাবে থাকা কুইক ভিউ অপশনে ক্লিক করলে পূর্ণাঙ্গ রান্নার পদ্ধতি ধাপে ধাপে দেখা যাবে। তবে এই কুইক ভিউ সুবিধাটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের যুক্ত করতে আমরা সবসময় প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে নতুন সুবিধা পরীক্ষা করে থাকি। পূর্ণাঙ্গ রেসিপির এই ফিচারটি তৈরি করতে ইতোমধ্যে তারা কয়েকজন ভিডিও নির্মাতার সঙ্গে কাজ শুরু করেছে। তবে ফিচারটি চালু হলে রেসিপির অনেক ওয়েবসাইটের ভিউ কমে যাবে বলে অনেকেই মন্তব্য করেছেন।

 

এমএএইচ

শেয়ার করুনঃ