সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

মেটার কানেক্ট সম্মেলন বুধবার   ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মেটার কানেক্ট সম্মেলন বুধবার  

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১১:০২, ২৪ সেপ্টেম্বর ২০২৪

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও থ্রেডস অ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা ২৫ ও ২৬ সেপ্টেম্বর আয়োজন করেছে কানেক্ট সম্মেলন। দুই দিনের এ সম্মেলনে নিজেদের তৈরি নতুন প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করবে মেটা। বাজার বিশ্লেষকদের ধারণা, এবারের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিভিন্ন সুবিধা ও পণ্যের ঘোষণা দিতে পারে মেটা। মেটাভার্স নিয়েও ঘোষণা আসতে পারে।

জানা গেছে, এবারের সম্মেলনের মাধ্যমে মেটার তৈরি মিক্সড রিয়েলিটি প্রযুক্তির হেডসেটের নতুন সংস্করণ আসতে পারে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স আর ২ জেন ২ প্রসেসরে চলা কোয়েস্ট থ্রি-এস মডেলের হেডসেটটির রেজল্যুশন হবে ১৮৩২ বাই ১৯২০ পিক্সেল। কোয়েস্ট টাচ প্লাস কন্ট্রোলারসহ এই হেডসেটে থাকবে ৪-আইআর প্রযুক্তির ট্র্যাকিং ক্যামেরা।

গত বছর দ্বিতীয় প্রজন্মের রেব্যান স্মার্ট চশমা উন্মুক্ত করেছে মেটা। তবে চলতি বছর রেব্যান স্মার্ট চশমার বদলে অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির ওরিয়ন চশমা উন্মোচন করতে পারে। মেটার তৈরি এআর স্মার্ট চশমাটিই হতে পারে সম্মেলনের বড় চমক।

ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ রেব্যান স্মার্ট চশমায় নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট যুক্ত করার ঘোষণা দিতে পারে মেটা। অনলাইনে যেভাবে দেখা যাবে

 

এমএএইচ

শেয়ার করুনঃ