শনিবার; ১৯ এপ্রিল ২০২৫; ৫ বৈশাখ ১৪৩২

গুগলের নতুন আপডেট: অ্যান্ড্রয়েড ফোনকে মনে হবে আইফোন ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

গুগলের নতুন আপডেট: অ্যান্ড্রয়েড ফোনকে মনে হবে আইফোন

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৫৭, ১৬ এপ্রিল ২০২৫

চলতি মাসে নতুন একটি জটিল আপডেট উন্মুক্ত করতে যাচ্ছে গুগল। এটা পিক্সেল, স্যামসাং-সহ আরও অন্যান্য ফোনে মাসিক আপডেটের সাথেই সংযুক্ত হবে। আর এই নতুন আপডেট অ্যান্ড্রয়েড ফোনকে অনেকটাই আইফোনের মত বানিয়ে ফেলবে।

সংবাদ মাধ্যম ফোর্বস জানায়, অ্যান্ড্রয়েডের সিকিউরিটি এবং ফিচার আপডেটগুলো প্রতি মাসে বা তিন মাস পর পর হলেও এর ব্যাকগ্রাউন্ডে থাকা প্লে সার্ভিস প্রায় প্রতিদিনই আপডেট হয়ে থাকে। সব আপডেটই বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করে সংবাদমাধ্যমটি।

গুগল প্লে সার্ভিস এর নতুন একটি আপডেট ভি২৫.১৪ -তে অনেক বড় সিকিউরিটি আপডেট হয়েছে যা গুগল গত বছর থেকে বলে আসছিলো। আইফোনের মত যেই আপডেটটি করা হয়েছে সেটা হলো ইনঅ্যাক্টিভলি রিবুট সিস্টেমে। অর্থাৎ ফোন যদি তিন দিন ধরে ব্যবহার করা না হয়ে থাকে তাহলে আপনা আপনি এটা রিবুট হবে।  আর এভাবে রিবুট হলে ফোনটি বিএফইউ বা বিফোর ফার্স্ট আনলক স্টেজে চলে যাবে।

অর্থাৎ এই স্টেজে ফোন আনলক করার জন্য সরাসরি পাসওয়ার্ড বা আনলক কোড হাতে বসিয়ে ফোনকে আনব্লক করতে হবে। আর বিএফইউ স্টেজে থাকা অবস্থায় ফোন এভাবে ম্যানুয়ালি আনলক না করা পর্যন্ত কোনও রকমের তার অথবা তারহীন ডাটা এক্সেস করা যাবে না সেই ফোনে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোন তথ্য গুগলের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।

এমএএইচ

শেয়ার করুনঃ