বুধবার; ১৬ এপ্রিল ২০২৫; ২ বৈশাখ ১৪৩২

মোবাইল স্টোরেজের ন্যূনতম সীমা নতুন করে নির্ধারণ করে দিলো গুগল ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মোবাইল স্টোরেজের ন্যূনতম সীমা নতুন করে নির্ধারণ করে দিলো গুগল

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:২৫, ১৫ এপ্রিল ২০২৫

অ্যান্ড্রয়েড ডিভাইসের স্টোরেজে ন্যূনতম সীমা নতুন করে নির্ধারণ করে দিয়েছে গুগল। যারা অ্যান্ড্রয়েড ১৫ ব্যবহার করবেন তাদের ফোন স্টোরেজের এই নতুন ন্যূনতম সীমা থাকতে হবে। এর পরিমাণ হলো ৩২ জিবি যার ৭৫ শতাংশ ডাটা পার্টিশনের জন্য বরাদ্দ থাকতে হবে।

যদিও আজকাল বাজেটের মধ্যেই ১২৮ জিবি স্টোরেজের ফোন পাওয়া যায় কিন্তু তারপরও বাজারে অনেক ফোন আছে যার স্টোরেজের পরিমাণ থাকে ১৬ জিবি। যদিও গুগল অনেক নিম্নমানের ফোনেও কাজ করার চেষ্টা করে কিন্তু ১৬ জিবি স্টোরেজ অনেক অল্প হয়ে যায় বলে মন্তব্য করেছে অ্যান্ড্রয়েড অথরিটি। এসব ক্ষেত্রে অপারেটিং সিস্টেম ঠিক মত কাজ করতে পারে না। এই সমস্যা সমাধানেই স্টোরেজের ন্যূনতম সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানায় সংবাদ মাধ্যমটি।

৩২ জিবির যে ৭৫ শতাংশ ডাটা পার্টিশনের জন্য বরাদ্দ থাকবে সেখানে মূলত থাকবে প্রি-ইনস্টল করা বিভিন্ন অ্যাপ, সিস্টেম অ্যাপ ডাটা, বিভিন্ন রকমের সিস্টেম ফাইল এবং কিছু পরিমাণে ব্যবহারকারীর অ্যাপস এবং ফাইল। ২০২২ সালে অ্যান্ড্রয়েড ১৩ এরও ন্যূনতম স্টোরেজ সীমা ছিল ১৬ জিবি। বর্তমানে সেটাকেই দ্বিগুণ করা হয়েছে।

এমএএইচ

শেয়ার করুনঃ