.png)

এক ডজন নতুন ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ, যেসব পরিবর্তন চোখে পড়বে
Published : ১৬:৫৭, ১২ এপ্রিল ২০২৫
বেটা চ্যানেলে সব সময় হোয়াটসঅ্যাপ নতুন নতুন ফিচারের পরীক্ষা চালিয়ে থাকে। এরপর সফল পরীক্ষাগুলো বাজারে আসতে প্রায় কয়েক মাস লেগে যায়। সম্প্রতি হোয়াটসঅ্যাপ এক সঙ্গে প্রায় এক ডজন ফিচার অবমুক্ত করেছে।
প্রথমে, গ্রুপ চ্যাটে একটা অনলাইন ইন্ডিকেটর দেওয়া হয়েছে সেখানে দেখা যাবে গ্রুপের কোন কোন সদস্য এই মুহূর্তে সক্রিয় আছে। আরেকটি ফিচার হলো, নোটিফিকেশনে শুধু গ্রুপের হাইলাইটস সিলেক্ট করা যাবে অর্থাৎ শুধু হাইলাইট করা মেসেজগুলো নোটিফিকেশন আসবে। এতে নোটিফিকেশনের ওপরে চাপ কমবে। এরপরে থাকছে একক চ্যাটে ইভেন্ট তৈরি করার সুযোগ। আরএসভিপিতে অংশগ্রহণ করা যায় এমন অপশন সিলেক্ট করা যাবে, অন্যজনকে ইনভাইট করা, বড় ইভেন্টের দিন এবং কতক্ষণ চলবে সেই সময় ঠিক করা এবং চ্যাটের ভেতরে একটা ইভেন্টকে পিন করে রাখার ব্যবস্থাও চালু করা হয়েছে।
আবার কোন একজনের রিঅ্যাকশনের ওপরে ট্যাপ করে সেটার ওপরে পাল্টা রিঅ্যাক্ট করা যাবে। পঞ্চম ফিচারটা হলো হোয়াটসঅ্যাপের আইওএসে যেকোনও ডকুমেন্ট সরাসরি স্ক্যান করে পাঠানো যাবে। এরপরে হোয়াটসঅ্যাপকে ডিফল্ট কলিং এবং মেসেজিং অ্যাপ হিসেবে সেট করা যাবে। তবে এটাও আইওএসে। এর জন্য সেটিংসে গিয়ে ডিফল্ট অপশন থেকে হোয়াটসঅ্যাপকে সিলেক্ট করে নিতে হবে।
সপ্তম বিচারটি হল হোয়াটসঅ্যাপের আইওএস থেকে সরাসরি জুম ভিডিও কলে যাওয়া যাবে। অষ্টমটি হলো একক কলে চ্যাট থ্রেড থেকে আরেকজনকে যুক্ত করা যাবে। নবম ফিচারটা হলো ভিডিও কলের মান আরও উন্নত এবং টাস্ট ওয়ার্দি করা হয়েছে। ব্যান্ডউইথ সাপোর্ট করলে সহজেই এইচডি কলে চলে যাওয়া যাবে। এরপরের ফিচারটা হলো চ্যানেলের অ্যাডমিন এখন থেকে ৬০ সেকেন্ডের ভিডিও রেকর্ড করে সোর্স হিসেবে দিতে পারবে তাদের ফলোয়ারকে সঙ্গে নিয়ে।
এরপরের ফিচার হলো চ্যানেলের জন্য ভয়েস মেসেজের ট্রান্সক্রিপ্ট নেওয়া যাবে। ১২তম ফিচারটা হলো চ্যানেলে সরাসরি যুক্ত হওয়ার জন্য কিউআর কোড তৈরি করা যাবে তবে এটা অ্যাডমিনরা করতে পারবে।
সূত্র: জিএসএম এরিনা ডট কম
এমএএইচ