সোমবার; ১৪ এপ্রিল ২০২৫; ১ বৈশাখ ১৪৩২

গুগল ডকস থেকে পডকাস্ট বানিয়ে দেবে জেমিনি ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

গুগল ডকস থেকে পডকাস্ট বানিয়ে দেবে জেমিনি

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:০৯, ১০ এপ্রিল ২০২৫

নতুন একটি ফিচারের ঘোষণা দিলো গুগল জেমিনি। ফিচারটি গুগলের ওয়ার্ক স্পেসে কাজ করবে। এটা নোটবুকএলএম -এর মত একটা এআই পডকাস্ট যা গুগল ডকসের সাথে ইন্টিগ্রেটেড করা হয়েছে। এটা ছাড়াও আরও অনেক ফিচার উন্মুক্ত হয়েছে জেমিনিতে।
তবে এর মধ্যে সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ফিচারটা হলো পডকাস্ট ফিচার। তবে এই ফিচারটা ইতোমধ্যে আরও অনেক প্ল্যাটফর্মে চলে এসছে। প্রথমে এটা গুগলের নোটবুকএলএমে আসে। এই ফিচারের মাধ্যমে গুগল ডকসে থাকা লেখাগুলো তার ইন্টিগ্রেটেড এআই পড়ে শোনাবে।
পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার হলো ‘হেল্প মি রিফাইন’। এর কাজ হল ডকস হয়ে থাকা ডকুমেন্ট যদি ড্রাফট অবস্থায় থাকে তাহলে এই ফিচারটি পরামর্শ দেবে কিভাবে লেখাটাকে আরও সুন্দর করে সাজানো যায়। এর পাশাপাশি গুগল শিটসেও ভালো কিছু ফিচার এসেছে।

এমএএইচ

শেয়ার করুনঃ