.png)

ছবি দেখা, ছবি দিয়ে সার্চ করার ফিচার চালু হলো গুগলের এআই মোডে
Published : ১৭:৪০, ৮ এপ্রিল ২০২৫
গুগল তার সার্চ কেন্দ্রিক এআই মোর জ্যাডবটে বহুমুখী সক্ষমতা যুক্ত করলো। এখন থেকে এটা ছবি দেখতে পারবে এবং এই বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে।
এই আপডেটে গুগল মূলত তার নিজস্ব দুইটা পণ্য একত্রিত করেছে, তা হলো- মিনি এআইয়ের একটা সংস্করণ এবং গুগলের লেন্স ইমেজ রিকগনিশন প্রযুক্তি। এখন সেখানে কোনও ছবি আপলোড দিয়ে সার্চ দিলে ইমেজ সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে রিপ্লাই করবে এই সার্চ মোড। সার্চ মোডটি ইতোমধ্যেই অ্যান্ড্রয়েড এবং আইওএসে উন্মুক্ত করা হয়েছে।
গুগল সার্চের ভাইস প্রেসিডেন্ট রবি স্টেইন বলেন, বছর ধরে এই এআই মোড তৈরি করা হয়েছে যেন ভিজুয়াল সার্চ নিয়ে কাজ করা যায়। জেমিনির বহুমুখী সক্ষমতাকে কাজে লাগিয়ে এই এআই মোড এখন যেকোনও ইমেজকে সম্পূর্ণরূপে বুঝতে পারে। যেমন- একটা ছবির ভেতরের বিষয়বস্তুগুলো একটা আরেকটার সাথে কিভাবে সম্পৃক্ত এবং সেগুলার ম্যাটেরিয়াল, কালার, শেপ ও অ্যারেঞ্জমেন্ট ইত্যাদি সবই অনুধাবন করতে পারে এই সার্চ মোড।
এমএএইচ