.png)

ফেসবুক প্রোফাইলের নাম বা ছবি ঘন ঘন বদলালে ভেরিফিকেশন হবে না
Published : ১৭:৩৭, ৭ এপ্রিল ২০২৫
ফেসবুকের ভেরিফাইড পেইড ভেরিফিকেশন অফারে নতুন শর্ত আরোপ করা হয়েছে। ফেসবুক প্রোফাইলের নাম বা ছবি ঘন ঘন বদলালে ভেরিফিকেশন হবে না। মূলত স্ক্যামার চিহ্নিতকরণ এবং যারা প্রোফাইল তৈরি করে পরে বিক্রি করে এসবের হাত থেকে ভেরিফাইড পেজকে রক্ষা করতে এই সিদ্ধান্ত নেওয়া।
সম্প্রতি ফেসবুকের হেল্প পেজে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। এর আগে কোনও পেজের জন্য ব্লুটিক ভেরিফিকেশন আবেদন করতে শর্ত ছিল প্রোফাইলের তথ্য যেমন নাম, ছবি, ইউজারনেম, লোকেশন এবং অ্যাকাউন্ট টাইপ ইত্যাদি খুব বেশি পরিবর্তন করা যাবে না। সম্প্রতি এই বিষয়ে ফেসবুক আরও বেশি কঠোর হয়েছে।
যদিও স্ক্যামার ধরার জন্য মেটার আরও টুল আছে। পাশাপাশি নতুন এই শর্ত পেজ ভেরিফিকেশনকে আরও বেশি সুক্ষ্ণ করে তুলবে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যম সোশ্যালমিডিয়াটুডে। ভেরিফিকেশনে পেইড অপশন চালু করার পর থেকে এর গুরুত্ব একটু কমে আসে। বিষয়টাকে ঠিক করতেই ভেরিফিকেশনকে আরও সুক্ষ্ণ করা হচ্ছে। স্ক্যান ও প্রতারণার বিরুদ্ধে নতুন এই শর্ত ভালো কাজ করবে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি।
এমএএইচ