শুক্রবার; ০৪ এপ্রিল ২০২৫; ২১ চৈত্র ১৪৩১

অ্যান্ড্রয়েডে প্রিইনস্টলড অ্যাপের থেকেও কার্যকর এই ৭টি অ্যাপ ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

অ্যান্ড্রয়েডে প্রিইনস্টলড অ্যাপের থেকেও কার্যকর এই ৭টি অ্যাপ

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:১৪, ৩ এপ্রিল ২০২৫

অ্যান্ড্রয়েড ফোনে আগে থেকেই ইনস্টল করা বিভিন্ন রকমের অ্যাপ থাকে যা আমরা নিত্যদিন বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি।  এসবের মধ্যে গুগলের নিজস্ব কিছু অ্যাপ আছে, যেমন- জিমেইল, ক্রোম, ইউটিউব ইত্যাদি।  পাশাপাশি বিভিন্ন সেল ফোন নির্মাতাদেরও তাদের নিজস্ব কিছু অ্যাপ ইন্সটল করে দেওয়া থাকে।

যদিও প্রিইন্সটলড অ্যাপগুলো খুব সহজেই প্রয়োজনে হাতের কাছে পাওয়া যায় কিন্তু তার মানে এই নয় যে, সেই অ্যাপগুলো সবচেয়ে সেরা অ্যাপ।  বরং প্লে স্টোরে থাকা কিছু থার্ড পার্টি অ্যাপ রয়েছে যা এসব অ্যাপের চাইতে আরও ভালো কাজ করে।  নিচে এমন সাতটি অ্যাপ সম্পর্কে জানানো হলো-

. বান্ডলড নোটস

গুগলে যেমন গুগল কিপ অথবা গ্যালাক্সি ফোনে স্যামসাং নোটের মতো অ্যাপ রয়েছে ঠিক তেমনি একটি নোট হল বান্ডলড নোটস। কিন্তু এই অ্যাপে অনেক বেশি সুবিধা রয়েছে। এর ইউজার ইন্টারফেসে অপ্রয়োজনীয় ট্যাব বা মেনু নেই। এখানে প্রাসঙ্গিক অ্যাপ গুলোকে গ্রুপ করে রাখা যায়। এছাড়া এর উন্নত টেক্সট এডিটর অন্যান্য যেকোনও অ্যাপের চেয়ে অনেক শক্তিশালী।

. ডুও মোবাইল

এটা মূলত টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের একটা অ্যাপ।  একটি গুগল অথেন্টিকেটরের চেয়ে অনেক ভালো। গুগল অথেন্টিকেটর নিরাপত্তার জন্য ভালো অ্যাপ হলেও ডুও মোবাইল অনেক সহজ এবং দ্রুতগতির এবং নিরাপদ।  তবে শুধু এটাই যে সেরা এমন নয় বরং প্লে-স্টোরে এরকম আরও অ্যাপ আছে। ডুও মোবাইলের ব্যাকআপ এনক্রিপটেড।  এটা ওয়েবসাইটেও কাজ করে এবং এটা ব্যবহারের জন্য কোনও ব্যক্তিগত তথ্য দিতে হয় না।

. ফোকাস গো

এটা ফটো গ্যালারির অ্যাপ।  গুগলে যেমন গুগল ফটোস আছে এটা সেরকম হলেও অনেক শক্তিশালী।  ফিচারগুলোর মধ্যে রয়েছে ফোল্ডার লক করা, মেমরিজ ইত্যাদি।  এছাড়া এর ম্যাজিক এডিটরে এআই টুল ব্যবহারের মাধ্যমে অ্যাপটিকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে। এখানে ছবিগুলোকে দিন, মাস অথবা ফোন ফোল্ডারে ক্রমাণুসারে সাজিয়ে রাখা যায়। গ্যালারি সারিতে কতগুলো ছবি থাকবে সেটাও নির্ধারণ করে দেওয়া যায়। তবে সমস্যা হলো এর কোন সার্চ অপশন নেই।

৪) ব্যাকড্রপ

এটা ওয়ালপেপারের অ্যাপ। গুগল বা স্যামসাংয়ের নিজস্ব ওয়ালপেপার অ্যাপ থাকলেও সেগুলোর সুবিধা অনেক সীমিত। সেদিক দিয়ে ব্যাকড্রপের ফাংশন অনেক বেশি।  এখানে প্রতিদিনই নতুন ওয়াল পেপার যোগ হয় এবং ব্যবহারকারী চাইলে প্রতিদিন নতুন নতুন ছবি দেখার অপশন সেট করে নিতে পারে।  তবে এর সব ফাংশন বিনামূল্যে উন্মুক্ত নয়।

. স্পার্ক

এটা একটা ই-মেইল অ্যাপ।  ই-মেইল ম্যানেজমেন্টের জন্য সেরা একটি অ্যাপ এটি।  এর ক্রস প্ল্যাটফর্ম ফাংশনালিটি খুব স্ট্যান্ডার্ড একটি ফিচার যা দিয়ে যেকোনও প্ল্যাটফর্ম থেকে ব্যবহারকারীকে ভালো একটি অভিজ্ঞতা দেয়।  কাস্টমাইজেশন অপশন বেশ ভালো। এর বিশেষ একটি ফিচার হলো স্মার্ট ইনবক্স।  তবে এর ফ্রি ভার্সনে ই-মেইল ব্লক করা যায় না।

. মুন+

এটা একটা ডিজিটাল রিডিং অ্যাপ।  এর বিপরীতে গুগল প্লে বুকসের সুবিধা বেশ সীমিত।  এটা একটা ভালোমানের পিডিএফ রিডারও।  এখানে পিডিএফ ডকুমেন্ট পড়ার পাশাপাশি সেখানে টিকা লেখা বা হাইলাইট করার সুবিধা আছে।  আবার কোনও ফর্ম পূরণ করার সুবিধাও আছে।

. ফিডলি

গুগল ডিসকভার মূলত কোনও অ্যাপ না।  তবে ফিডলিকে সেটার একটা বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে।  গুগল ডিসকভার মূলত গুগলের নিজস্ব অ্যালগরিদম অনুসরণ করে।  এর  আধুনিক আরএসএস ফিড যেখানে ব্যবহারকারী তার পছন্দমত হোম স্ক্রিনে সাজাতে পারে।  সবচেয়ে ভালো ফিচার হলো হোম স্ক্রিন উইজেট।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

এমএএইচ

শেয়ার করুনঃ