শুক্রবার; ০৪ এপ্রিল ২০২৫; ২১ চৈত্র ১৪৩১

এআই দিয়ে পডকাস্ট বানাবে গুগল জেমিনি ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

এআই দিয়ে পডকাস্ট বানাবে গুগল জেমিনি

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:১২, ২৪ মার্চ ২০২৫

ডিপ রিসার্চের সাহায্যে অডিও ওভারভিউ বানিয়ে দেবে গুগলের জেমিনি অ্যাপ। অর্থাৎ যে কোনও ইন-ডেপথ রিপোর্টকে জেমিনির মাধ্যমে একটি কনভার্সেশনাল পডকাস্টে রূপান্তর করে ফেলা যাবে। এখানে দুজন এআই হোস্ট সেটা পরিচালনা করবে।

গত বছর সেপ্টেম্বরে গুগল অডিও ওভারভিউ সহ একটি এআই নোট টেকিং অ্যাপ নোটবুকএলএম বাজারে আনে। একই সঙ্গে গুগলের ফ্রি এবং অ্যাডভান্স সাবস্ক্রাইবারদের জন্য জেমিনি অ্যাপে অডিও ওভারভিউ ফিচার আনে যার মাধ্যমে স্লাইড এবং ডকুমেন্টকে এআই কনভার্সেশন স্টাইলে পডকাস্ট বানিয়ে দেবে।

গুগলের এই ফিচারটি ডিপ রিসার্চের জন্য বেশ সহায়ক বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যম ভার্জ। এখানে কোনও টপিক দিলে গুগল সেটা ওয়েবে থাকা সর্বশেষ বা সবচেয়ে আপগ্রেডেড তথ্যগুলো খুঁজে নিয়ে সেখান থেকে একটি রিপোর্ট বানিয়ে দেবে। সেই রিপোর্টকে জেনারেট অডিও ওভারভিউ ফিচারের মাধ্যমে কথায় রূপান্তর করে নেওয়া যাবে।

এমএএইচ

শেয়ার করুনঃ