.png)

জুলাইয়ে বেসিস নির্বাচন, এপ্রিলে রোডম্যাপ
Published : ০০:৩২, ২৪ মার্চ ২০২৫
আসন্ন ঈদ উল ফিতরের পরে দেশের সফটওয়্যার ও সেবা পণ্য ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে। এর আগে বেসিসের সাংগঠনিক কাঠামো সংস্কার করা হবে। রবিবার (২৩ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বেসিস সদস্যদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদানকালে এসব তথ্য জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি সরকার নিয়োজিত প্রশাসককে সহযোগিতা করার জন্য সাধারণ সদস্যদের আহ্বান জানান। তিনি বলেন, সাংগঠনিক কাঠামো সংশোধনের পর ভোটার তালিকা হালনাগাদ করে ঈদের পরেই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হবে। এরপর নির্বাচিত কমিটির মাধ্যমে বেসিস প্রফেসনাল ট্রেড বডি হিসেবে কাজ শুরু করবে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক ও বেসিস প্রশাসক ড. মুহম্মদ মেহেদী হাসানের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী প্রমুখ।
বক্তব্যে আইসটি সচিব শীষ হায়দার চৌধুরী জানান, আগামী জুলাইতে বেসিস কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সাংগঠনিক সংস্কারের জন্য মে মাসে হবে ইজিএম।
বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান প্রকৌশলী রাফেল কবির-সহ অন্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমএএইচ