.png)

অ্যাপলের যে পণ্য বছরে লোকসান গোনে বিলিয়ন ডলার
Published : ০০:০১, ২৩ মার্চ ২০২৫
বছরে এক বিলিয়ন ডলার করে লোকসান দিতে হচ্ছে অ্যাপল টিভি প্লাসকে। যদিও গত বছর এর সাবস্ক্রাইবারের সংখ্যা ৪৫ মিলিয়নের পৌঁছেছে। সম্প্রতি দ্য ইনফরমেশনের সূত্রে জানা গেছে, এটাই অ্যাপলের একমাত্র পণ্য যা লোকসান দিচ্ছে প্রতি বছর।
সংবাদ মাধ্যম ভার্জ জানায়, লোকসান কাটাতে অ্যাপল তার টিভি প্লাসের বাজেট থেকে ৫ বিলিয়ন ডলার কর্তন করে ৫০০ মিলিয়নে রেখেছে। সংবাদমাধ্যমটির সূত্রে জানা যায়, সবাইকে অ্যাপল ইকোসিস্টেমে ধরে রাখতেই অনেক বৃহৎ পরিসর নিয়ে তৈরি করা হয় অ্যাপল টিভি প্লাস।
অ্যাপলের অন্যান্য কিছু অল্প লাভের পণ্যের মধ্যে রয়েছে- অ্যাপল নিউজ প্লাস, ফিটনেস প্লাস এবং অ্যাপল আরাকেড ইত্যাদি। গত বছর অ্যাপল নিউজ অ্যান্ড বুকস ডিভিশন থেকে ১০০ কর্মী ছাঁটাই করে বলে জানা যায়।
এমএএইচ