বৃহস্পতিবার; ১০ এপ্রিল ২০২৫; ২৭ চৈত্র ১৪৩১

ক্রম সাফারি এজ ব্যবহারে সতর্ক করলো এফবিআই ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ক্রম সাফারি এজ ব্যবহারে সতর্ক করলো এফবিআই

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:১৯, ১৮ মার্চ ২০২৫

ওয়েবসাইট ব্যবহারে নতুন করে সতর্কতা জারি করেছে এফবিআই। নতুন করে বিভিন্ন স্ক্যাম স্মার্টফোন এবং ডেস্কটপ উভয় প্ল্যাটফর্মেই আক্রমণ চালাচ্ছে। আক্রমণের মাধ্যমে পাসওয়ার্ড, আর্থিক তথ্য এবং ওয়ালেট চুরির মত ঘটনা ঘটাচ্ছে আক্রমণকারীরা।

এফবিআই জানায়, আক্রমণের জন্য আজকাল খুব সাধারণ ওয়েবসাইটও ব্যবহার করছে হামলাকারীরা। যেমন একটি কনভার্টার টুলের মাধ্যমেও ব্যবহারকারীর কম্পিউটারে ম্যালওয়ার ছড়িয়ে দেওয়া হচ্ছে। এদিকে এন্টিভাইরাস প্রতিষ্ঠান ক্যাস্পারকিও বিভিন্ন কনভার্টার ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

এসব হামলার হাত থেকে ব্যবহারকারীদের বাঁচানোর জন্য তাদেরকে প্রশিক্ষিত করায় সবচাইতে ভালো উপায় বলে মনে করে এফবিআই। সংবাদমাধ্যম ফোর্বসের সূত্রে একটি পোস্ট -এর মাধ্যমে প্রতিষ্ঠানটি জানায়, যে কেউ আক্রান্ত হওয়ার সাথে সাথেই তারা যেন অভিযোগ জানায়।

এমএএইচ

শেয়ার করুনঃ