বৃহস্পতিবার; ১০ এপ্রিল ২০২৫; ২৭ চৈত্র ১৪৩১

প্রমোশন দিয়েও প্রযুক্তি পণ্যের বিক্রি বাড়ছে না, মোবাইলে আশা ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

প্রমোশন দিয়েও প্রযুক্তি পণ্যের বিক্রি বাড়ছে না, মোবাইলে আশা

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৬:১২, ১৬ মার্চ ২০২৫

ছাড়, বিভিন্ন ধরনের উপহার দিয়েও প্রযুক্তি পণ্যের বিক্রি বাড়ছে না। বরং ধীরগতির বাজারে ৪০ শতাংশ বিক্রি কমেছে। যেখানে ঈদকে সামনে রেখে প্রযুক্তি পণ্যের বাজার থাকে ঊর্ধমুখী, ব্যবসায়ীরা বড় মুনাফার আশা করেন সেখানে এবার কর্মচারীদের বেতন-বোনাস প্রদানই কষ্টকর হয়ে যাবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

কী হার্ডওয়্যার বাজার, কী মোবাইল ফোন বা গ্যাজেটস, সব বাজারে একই চিত্র। বিক্রি ধীরগতির। ক্রেতা নেই বললেই চলে। তবে ব্যবসায়ীরা এখনও আশায় বুক বেঁধে আছেন, রমজানের শেষ সপ্তাহ থেকে বিক্রি-বাট্টা বাড়তে পারে। বিশেষ করে চাঁদ রাতের আশেপাশের সময়ের বিক্রি দিয়ে তারা ক্ষতি পুষিয়ে নেওয়ার অপেক্ষায় আছেন।

প্রযুক্তি পণ্যের বাজার ৪০ শতাংশ পড়ে গেলে যেসব পণ্য ৬০ শতাংশ বাজারকে বাঁচিয়ে রেখেছে সেসব পণ্যগুলো হলো ল্যাপটপ, মোবাইল ফোন, গ্যাজেটস ইত্যাদি। বাজার সূত্রে জানা গেছে, এই সময়ে ক্যামেরা, ব্যক্তিগত কম্পিউটার (পিসি) ও রাউটারের বিক্রি একেবারে নেই বললেই চলে।

এ বিষয়ে জানতে চাইলে দেশের প্রযুক্তি পণ্যের সবচেয়ে বড় প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিসের পরিচালক (চ্যানেল সেলস) মুজাহিদ আল বেরুনি সুজন বলেন, আইসিটি পণ্যের বাজার ভালো নয়। ঈদের আগে ভালো হবে কিনা বলা মুশকিল। লোকজনের হাতে টাকা নেই। ফলে ব্যক্তিগত পরিসরে কেনাকাটা খুবই কম। সরকারি কেনাকাটা বন্ধ, করপোরেট কেনাকাটাও নেই। সব মিলিয়ে বাজারের অবস্থা খুবই খারাপ। ৪০ শতাংশের বেশি মার্কেট ড্রপ করেছে- বললেন তিনি।

জমে ওঠার অপেক্ষায় মোবাইল বাজার

মোবাইলে ফোনের বাজারেও বিক্রিতে ধীর গতি। দুই একটি মোবাইল ব্র্যান্ডের বিক্রি ভালো থাকলেও অন্যগুলো ততটা সুবিধাজনক অবস্থায় নেই। মোবাইল ফোনের বিক্রিতে এগিয়ে আছে শাওমি, অপো, ভিভো, রিয়েলমি, ইনফিনিক্স ইত্যাদি। তবে ফিচার ফোনের বিক্রিতে এগিয়ে আছে নকিয়ার ৩২১০ মডেলটি। এই মডেলটি আইকন ইজ ব্যাক নামে আবারও বাজারে এসেছে। এই মডেলটি বিক্রিতেও রেকর্ড করেছে। মডেলটি সারাবিশ্বে ১৬ কোটি ইউনিটের বেশি বিক্রি হয়েছে বলে জানা গেছে।

গ্যাজেটসের বিক্রি মোটামুটি বলছেন বিক্রেতারা। নাম প্রকাশ না করার শর্তে এক মোবাইল ফোন আমদানিকারক ইনফোটেক ইনসাইটকে বলেন, আমরা রোজার শেষ ১০ দিনের অপেক্ষায় থাকি। ওই সময় বাজার জমে ওঠে। বিক্রি বাড়ে। আমাদের হাতে এখনও সময় আছে। সব সময়ই মাঝারি রেঞ্জের (১২ থেকে ১৫ হাজারের মধ্যে) ফোনের বিক্রি বেশি হয়।  

এমএএইচ

শেয়ার করুনঃ