বৃহস্পতিবার; ১০ এপ্রিল ২০২৫; ২৭ চৈত্র ১৪৩১

বয়স যাচাইয়ে নতুন পদ্ধতি আনতে পারে ফেসবুক ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বয়স যাচাইয়ে নতুন পদ্ধতি আনতে পারে ফেসবুক

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:২৩, ১২ মার্চ ২০২৫

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে রাখতে বিভিন্ন এলাকায় বিভিন্ন আইন প্রচলিত আছে। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে ৮ থেকে ১২ বছর বয়সী শিশুদের মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের প্রবণতা প্রতিবছর বাড়ছে। এদিকে টিকটকও বলছে তাদের এক- তৃতীয়াংশ ব্যবহারকারী ১৪ বছরের নিচে মার্কিন নাগরিক।

তবে আইন থাকলেও সেটাকে পালন করা সম্ভব হয় না কেননা কম বয়সীরা তাদের বয়স বাড়িয়ে বড়দের মত সুযোগ সুবিধা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকে। এক্ষেত্রে কোনও প্রযুক্তিই যেন ঠিকমতো কাজে আসছে না। অবশ্য মেটা জানায়, এক্ষেত্রে অ্যাপ স্টোর একটি ভালো ভূমিকা পালন করতে পারে কেননা ব্যবহারকারীদের তথ্য অ্যাপ স্টোরে ভালোভাবে সংরক্ষিত থাকে।

তবে এসবের পাশাপাশি প্রতিষ্ঠানটি বয়স নির্ণয়ের জন্য একটি থার্ড পার্টি সঙ্গে একত্রিত হয়ে ভিন্ন একটি পন্থা অবলম্বন করতে যাচ্ছে। বয়স যাচাইয়ের এই পরীক্ষামূলক পদ্ধতি কয়েকটি এলাকায় ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে চালানো হতে পারে। মেটা ইয়তি নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে এজ চেক সার্টিফিকেসন স্কিম নিয়ে কাজ করছে যেখানে ব্যবহারকারীর ফেস আইডি ব্যবহার করে বয়স নির্ণয়ের চেষ্টা করা হবে। তবে ফেস আইডি অনেক সংবেদনশীল একটি বিষয়। বিভিন্নভাবে ডাটা প্রাইভেসি লঙ্ঘনের সুযোগ আছে এর মাধ্যমে। তবে এই প্রযুক্তি সফল হলে হয়তো খুব তাড়াতাড়ি ফেস আইডি ভেরিফিকেশনের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম চালাতে হবে বলে ধারণা করা হচ্ছে।

এমএএইচ

শেয়ার করুনঃ