.png)

স্মার্ট ডিসপ্লে আনার পরিকল্পনা করছে অ্যাপল
Published : ১৪:২৫, ১০ মার্চ ২০২৫
সিরির এআই আপডেট অবমুক্ত হওয়ার কথা থাকলেও তা নিয়ে বিলম্ব করে অ্যাপল। ধারণা করা হচ্ছে, এর সাথে নতুন স্মার্ট ডিসপ্লে থাকতে পারে। সম্প্রতি ব্লুমবার্গের মার্ক গুরম্যানের সূত্রে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ভার্জ।
অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল অ্যাপল এমন একটা ডিভাইস বের করবে যেটা ডিসপ্লে-সহ একটি স্মার্ট হোম হাব হিসেবে কাজ করবে। যা কিনা অ্যামাজন এবং গুগল কয়েক বছর ধরেই অফার করে আসছে। ধারণা করা হচ্ছে, অ্যাপলের ওই ডিভাইসে টিভি ওএস সাপোর্ট করবে এবং অ্যাপলের অন্যান্য অ্যাপস যেমন ক্যালেন্ডার, নোটস ইত্যাদি সাপোর্ট করবে।
অ্যাপল জানায়, তাদের আপগ্রেডেড স্মার্ট অ্যাসিস্ট্যান্ট ধারণার চেয়ে একটু বেশি সময় নিচ্ছে বাজারে আসতে। আবার সেখানে আইওএস ১৮ -এর ফিচার নাও থাকতে পারে। এদিকে অ্যামাজন এবং গুগলও পাল্লা দিয়ে চলছে। অ্যামাজন তাদের আলেক্সাতে এইআই যুক্ত করে আলেক্সা প্লাস বাজারে নিয়ে আসছে, অপরদিকে গুগল একইভাবে তাদের জেমিনি নিয়ে কাজ করছে।
এমএএইচ