.png)

ব্যবহারকারী ও আশেপাশের তাপমাত্রা মাপবে স্মার্ট রিং
Published : ১৬:২৪, ৪ মার্চ ২০২৫
স্যামসাং গত বছর তাদের প্রথম স্মার্ট রিং বাজারে আনে। রিংটির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, তা হলো এর ছিল তাপমাত্রা সেন্সর। এর মাধ্যমে নারীদের শরীরের তাপমাত্রা হিসাব করে তাদের মাসিকের চক্র বের করতে পারত এটি। তবে এটি ছিল স্বয়ংক্রিয়।
সম্প্রতি শোনা যাচ্ছে স্যামসাংয়ের পরবর্তী রিং -এ এই সেন্সর আরও উন্নত করা হবে। এটাকে স্বয়ংক্রিয় থেকে অন-ডিমান্ড করা হতে পারে অর্থাৎ ব্যবহারকারী তার শরীরে তাপমাত্রা নির্ণয় করতে পারবে। সেইসঙ্গে ডিভাইসটিতে মোশন সেন্সরও ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ রিং পরা অবস্থায় ব্যবহারকারীর হাত নড়লে এবং অন্য কিছু স্পর্শ করলে রিংটি সেটা অনুভব করতে পারবে এবং আশেপাশের তাপমাত্রাও বের করতে পারবে।
এ বিষয়ে সংবাদমাধ্যম ৯১-মোবাইল জানায়, তাপমাত্রা সেন্সরের সঙ্গে মোশন সেন্সর যোগ করায় রিডিং এর সঠিকতা বাড়বে। আর এই ফিচারে নতুনত্ব থাকলেও প্রযুক্তিটি একেবারে নতুন নয়। কেননা গুগলের পিক্সেল-৯ প্রো মডেলে এই প্রযুক্তি ব্যবহার করা আছে।
এমএএইচ