বৃহস্পতিবার; ১০ এপ্রিল ২০২৫; ২৭ চৈত্র ১৪৩১

নিষেধাজ্ঞার পরও যাচ্ছে এনভিদিয়ার চিপ, চীন কোথায় পৌঁছাবে ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নিষেধাজ্ঞার পরও যাচ্ছে এনভিদিয়ার চিপ, চীন কোথায় পৌঁছাবে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১২:০৭, ৪ মার্চ ২০২৫

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেওে এনভিদিয়ার সর্বশেষ চিপের চালান চীন পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এনভিদিয়ার ব্ল্যাকওয়েল চিপওয়ালা কম্পিউটার বিক্রি হচ্ছে চীনের হাতের নাগালেই। এমনকি বিক্রেতারা দেড় মাসের মধ্যে সেসব চিপ চীনে সরবরাহ করার প্রতিশ্রুতি দিচ্ছেন।

২০২২ সাল থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের এই প্রযুক্তি যেন চীনের হাতে না পড়ে। এতে করে তাহলে চীনের এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) উত্থানকে ঠেকানো যাবে।

এনভিদিয়া ব্ল্যাকওয়েলের বিক্রি শুরু করে গত ডিসেম্বর মাসে। জানুয়ারিতে শেষ দিকে এনভিদিয়া প্রায় এক কোটি দশ লাখ চিপ বিক্রি করেছে।

সবাই ধারণা করেছিলো চীনা নির্মাতারা এনভিদিয়ার সর্বশেষ চিপের কিছু চালান পেলেও তাদের পক্ষে বিশ্বে নেতৃত্ব দেওয়ার উপযোগী এআই সিস্টেম তৈরি করার মতো যথেষ্ট সংখ্যক চিপ থাকবে না। কিন্তু চীন দেখিয়ে দিলো। তারা প্রমাণ করেছে অল্প সম্পদ নিয়েও ডিপ-সিকের মত প্রযুক্তি নিয়ে আসা সম্ভব।

এরই মধ্যে চীনের ক্রেতারা এনভিদিয়ার এইচ২০ চিপের ওপর ব্যাপকভাবে নির্ভর করছেন। এইচ২০ চিপ হচ্ছে নিষেধাজ্ঞার বাইরে থাকা এনভিদিয়ার সর্বোচ্চ ক্ষমতার চিপ।

প্রসঙ্গত, ব্ল্যাকওয়েল চিপ হচ্ছে এনভিদিয়ার টপ অব দ্য লাইন পণ্য।

এমএএইচ

শেয়ার করুনঃ