.png)

এবার সাশ্রয়ী ফোনের ঘোষণা স্যামসাংয়ের, আইফোন ১৬ইকে চ্যালেঞ্জ
Published : ১৬:১০, ২ মার্চ ২০২৫
সবে দু’দিন হলো অ্যাপল তার সাশ্রয়ী মডেলের আইফোন ১৬-ই বাজারে ছেড়েছে। এরমধ্যে স্যামসাংও পাল্লা দিয়ে তাদের মিড রেঞ্জের দুটি ফোন বাজারে ছাড়ার ঘোষণা দিল। এর একটি গ্যালাক্সি এ৩৬, অপরটি এ২৬।
তাদের এই মিড রেঞ্জের ফোনগুলোতেও ব্যবহার করা হয়েছে বড় সাইজের ডিসপ্লে, তুলনামূলক শক্তিশালী প্রসেসর আর নিশ্চিতভাবেই এআই ফিচার। ধারণা করা হচ্ছে মার্চের শেষ নাগাদ ফোনগুলোর বিক্রি শুরু হবে।
পাশাপাশি স্যামসাং ৫০০ ডলার বাজেটের আরও একটি ফোন ছাড়ার ঘোষণা দিয়েছে, তা হলো গ্যালাক্সি এ৫৬। ফোনটি এ বছরের শেষ নাগাদ বাজারে আসতে পারে। এই ফোনেও গত বছরের মডেল এ৫৫ এর তুলনায় বড় ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। বাড়ানো হয়েছে এআইআর সক্ষমতা এবং ক্যামেরার পারফরমেন্স।
আইফোন ১৬-ই এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা স্যামসাংয়ের তিনটি মডেলই থাকছে অ্যান্ড্রয়েড ১৫ এবং ওয়ান ইউআই-৭। সবগুলো মডেলেই ছয় বছর পর্যন্ত ওএস এবং সিকিউরিটি আপডেট করা যাবে। ফোনগুলোতে ব্যবহার করা হয়েছে আইপি৬৭ রেটিং এর ধুলাবালি এবং পানি নিরোধক প্রযুক্তি।
এমএএইচ