বৃহস্পতিবার; ১০ এপ্রিল ২০২৫; ২৭ চৈত্র ১৪৩১

ফটোশপের মোবাইল অ্যাপ আনলো অ্যাডোবি ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ফটোশপের মোবাইল অ্যাপ আনলো অ্যাডোবি

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:০৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

এই প্রথমবারের মতো মোবাইলের জন্য ফটোশপ অ্যাপ আনলো নির্মাতা অ্যাডোবি। অ্যাপে ফ্রি এবং পেইড দুটো সংস্করণেই পাওয়া যাবে। পেইডের ক্ষেত্রে খরচ পড়বে প্রতি মাসে ৭ দশমিক ৯৯ ডলার।

সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, ইতোপূর্বে অ্যাপলের জন্য কোন ফ্রি ভার্সন না থাকলেও এবার আইপ্যাড বা আইফোন থেকেও এর মোবাইল অ্যাপ ফ্রি-তে ব্যবহার করা যাবে। এডোবির ক্রিয়েটটিভ প্রফেশনাল অ্যাপ -এর প্রোডাক্ট মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট দীপা সুব্রামানিয়াম বলেন, আমাদের প্রতিষ্ঠান তরুণ ব্যবহারকারীদের প্রকাশ করেছে যারা প্রাথমিক ক্যামেরা হিসেবে মোবাইল ফোনকে ব্যবহার করে বিশেষ করে যখন তাদের ছবি এডিট করার জন্য মোবাইলের বিল্ডিং ফাংশনের চাইতেও আরও বেশি কিছু সুবিধার প্রয়োজন পড়ে।

ফটোশপ অ্যাপের ফ্রি ভার্সন থেকে অনেক কাজ করা যাবে যেমন এর মধ্যে রয়েছে ছবিকে বিভিন্ন লেয়ারে প্লেট করা, বিভিন্ন অংশে মাস্কিং করা, টেক্সট বসানো ইত্যাদি।

এমএএইচ

শেয়ার করুনঃ