.png)

বাংলাদেশে স্টারলিংক চালুর আহ্বান জানিয়ে ইলন মাস্ককে চিঠি
Published : ১৭:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশের স্টারলিংকের স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট চালুর জন্য স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ইলন মাস্ককে চিঠি পাঠিয়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং একই সঙ্গে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে দেশে স্টারলিংকের ইন্টারনেট চালুর জন্য অনুরোধ করেছেন।
ইলন মাস্ককে লেখা এক চিঠিতে প্রধান উপদেষ্টার পাঠানো আমন্ত্রণ পত্রে এই আহ্বান জানানো হয়। জানা গেছে, সম্প্রতি এ চিঠি পাঠানো হয়েছে। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস স্পেসএক্স, টেসলা ও এক্সের কর্ণধার ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। এরপর বুধবার (১৯ ফেব্রুয়ারি) মাস্ককে চিঠি লেখেন তিনি। চিঠিতে বলা হযছে, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবসমাজ, গ্রামীণ ও পিছিয়ে পড়া নারী এবং প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত সম্প্রদায় উপকৃত হবে।
জানা যায়, প্রধান উপদেষ্টা তার প্রতিনিধি খলিলুর রহমানকে স্পেসএক্স টিমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে বলেছেন, যাতে আগামী ৯০ দিনের মধ্যে স্টারলিংক সেবা বাংলাদেশে শুরু করা যায়।
এমএএইচ