গ্যালাক্সি এস২৫ বাজারে আসার তারিখ জানালো স্যামসাং
Published : ১৪:৪৯, ৭ জানুয়ারি ২০২৫
স্যামসাংয়ের আসন্ন ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস২৫ বাজারে আসার তারিখ জানালো স্যামসাং। চলতি মাসের ২২ তারিখে ইভেন্টে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে জিএসএম এরেনার সূত্রে। ইভেন্টে গ্যালাক্সি এস২৫ স্মার্টফোনের ৪টি ডিভাইস উন্মোচন করা হবে।
ইভেন্টে যে চারটি মডেল আসবে সেগুলো হলো- গ্যালাক্সি এস২৫, গ্যালাক্সি এস২৫ +, গ্যালাক্সি এস২৫ আল্ট্রা, এবং সম্পূর্ণ নতুন একটি হলো গ্যালাক্সি এস২৫ স্লিম। আন্তর্জাতিক সময় সন্ধ্যা ছয়টা থেকে ইভেন্টটি স্যামসাংয়ের ওয়েবসাইট থেকে সরাসরি দেখা যাবে। সেই হিসেবে বাংলাদেশের স্থানীয় সময়ের হিসাব অনুযায়ী রাত ১২টা থেকে শুরু হবে ইভেন্টটি।
জানা যায়, গ্যালাক্সি এস২৫ এবং এস২৫ প্লাস প্রায় একই রকমের। এরমধ্যে প্লাসের স্ক্রিনটা একটু বড়, ব্যাটারির ক্যাপাসিটি একটু বেশি। সেই সঙ্গে আল্ট্রার স্পেসিফিকেশনসহ এর ওভাল শেপটা আরেকটু বেশি। এছাড়া এস পেন তো থাকছেই। অপরদিকে স্লিম মডেলটিতে থাকছে ৬.৬ ইঞ্চি স্ক্রিন। ক্যামেরা সেটআপের মেইন ক্যামেরায় থাকবে ২০০ মেগাপিক্সেল সঙ্গে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং ৫০ মেগাপিক্সেলের টেলি ফটো লেন্স। অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে থাকছে স্ন্যাপড্রাগন ৮ চিপসেট এবং ৫ হাজার এমএএইচ ব্যাটারি।
এমএএইচ