মঙ্গলবার; ০৭ জানুয়ারি ২০২৫; ২৪ পৌষ ১৪৩১

একটি ই-মেইল বার্তা নিয়ে সতর্কতা জারি ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

একটি ই-মেইল বার্তা নিয়ে সতর্কতা জারি

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:০৩, ৪ জানুয়ারি ২০২৫

নতুন একটি ই-মেইল বার্তা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে যা ইতোমধ্যে কয়েক মিলিয়ন ডিভাইসকে আক্রমণ করে ফেলেছে। এই হামলায় আক্রান্ত ই-মেইল আইডিগুলো স্বয়ংক্রিয়ভাবে নিজের ই-মেইলের পাসওয়ার্ডসহ ই-মেইলের কনটেন্ট প্লেন টেক্সট আকারে যেকোনও হ্যাকারের কাছে চলে যাচ্ছে।

সম্প্রতি বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের সূত্রে শ্যাডো সার্ভার ফাউন্ডেশন নামের একটি সেবামূলক নিরাপত্তা প্রতিষ্ঠান এমন একটি হামলার তথ্য জানিয়েছে। সম্প্রতি তারা এক্সে একটি বার্তা পোস্ট করে জানায়, আক্রমণটি ইতোমধ্যে ৩৩ লাখ পিওপি৩ ও একই সংখ্যক আইএমএপি ই-মেইল অ্যাকাউন্টে আক্রমণ করে ফেলেছে। এই আক্রমণটির ফলে ই-মেইল সার্ভারগুলো ট্রান্সপোর্ট প্লেয়ার সিকিউরিটি ছাড়াই ই-মেইল অপারেশন পরিচালনা শুরু করেছে । শ্যাডো সার্ভার ফাউন্ডেশন এর একজন মুখপাত্র জানায়। এর প্রতিকার হিসেবে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি চালু থাকবে না থাক সার্ভারগুলোতে পাসওয়ার্ড গেসিং অ্যাটাকস নামে একটি অপশন চালু থাকার কথা। এছাড়া সব ই-মেইল ব্যবহারকারীকে তাদের ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি পরিষেবাটি চালু আছে কিনা তা সার্ভিস প্রোভাইডারের সঙ্গে চেক করে নিতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অ্যাপল গুগল মাইক্রোসফট বা মজিলার মত ই-মেইল প্ল্যাটফর্মগুলো ব্যবহারকারীদের ক্ষেত্রে তাদের ইন্টারনেট প্রটোকল আপটুডেট আছে কিনা তা দেখে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এমএএইচ

শেয়ার করুনঃ