শনিবার; ০৪ জানুয়ারি ২০২৫; ২০ পৌষ ১৪৩১

“প্লে সামথিং” বাটনের পরীক্ষা চালাচ্ছে ইউটিউব ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

“প্লে সামথিং” বাটনের পরীক্ষা চালাচ্ছে ইউটিউব

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:৫৭, ৩০ ডিসেম্বর ২০২৪

নতুন একটি বাটন যোগ করার পরীক্ষা চালাচ্ছে ইউটিউব। "প্লে সামথিং" নামে বাটনটি ইউটিউবের অ্যান্ড্রয়েড অ্যাপে নিচের বারে ভাসমান অবস্থায় থাকবে। এ বাটনটিতে ট্যাগ করলে ব্যবহারকারীর জন্য ভিডিও প্লে করবে অ্যাপটি।

সংবাদমাধ্যম ভার্জ জানায়, এই ফিচারেরই একটি প্রাথমিক সংস্করণ ইতপূর্বে পরীক্ষা চালাচ্ছিল ইউটিউব। সেখানে একটি উলম্ব আকৃতির বাটন যোগ করা হয়েছিল যার মাধ্যমে ইউটিউবের শর্টস চালু করা যাবে।

ইউটিউব মূলত বছর ধরেই "প্লে সামথিং" নামে একটি ব্যানার আরেকটি খুব সাধারণ মানের বাটন নিয়ে পরীক্ষা চালাচ্ছিল। বাটনটি খুব সাধারণ মানের সাদা কালো আর ইউটিউবের লোগো সমৃদ্ধ। তবে একই ধরনের একটি বাটন নেটফ্লিক্সেও "সারপ্রাইজ মি" নামে ২০২১ সালে চালু ছিল।

এমএএইচ

শেয়ার করুনঃ