শনিবার; ০৪ জানুয়ারি ২০২৫; ২০ পৌষ ১৪৩১

ক্রোমের এক্সটেনশনে সাইবার আক্রমণ ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ক্রোমের এক্সটেনশনে সাইবার আক্রমণ

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৫৮, ২৯ ডিসেম্বর ২০২৪

ক্রোম ব্রাউজারের অনেকগুলো এক্সটেনশন হ্যাকারদের হাতে চলে গেছে। ডিসেম্বরের মাঝামাঝি এই ঘটনার সূত্রপাত হলেও সম্প্রতি এটি সাইবার এক্সপার্টদের নজরে এসেছে।

সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান সাইবারহেভেন প্রথম এ বিষয়ে তথ্য জানায়। প্রতিষ্ঠানটি জানায় ক্রিসমাস ইভে ম্যালেসিয়াস সাইবার অ্যাটাকটি ঘটে। আক্রমণটি বিশেষ করে অনেকগুলো প্রতিষ্ঠানের ক্রোম এক্সটেনশন ডেভেলপারদের টার্গেট করে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন ছড়ায়।

বিষয়টি নিয়ে সাইবারহ্যাভেন ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তবে আক্রমণকারীদের অবস্থান এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি। এদিকে টেক্সাসভিত্তিক আরেকটি প্রতিষ্ঠান নাজ সিকিউরিটির সহ-প্রতিষ্ঠাতা জইমি ব্লেসকো সাইবার হ্যাভেনের মত এমন আক্রমণের প্রমাণ পেয়েছেন বলে জানান। এক্সটেনশনগুলোতে আপাতত ব্যক্তিগত তথ্য ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন তিনি।

এমএএইচ

শেয়ার করুনঃ