সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

বিআইজেএফের সভাপতি হিটলার এ. হালিম, সাধারণ সম্পাদক সাব্বিন হাসান ছবি- সংগৃহীত

বিআইজেএফের সভাপতি হিটলার এ. হালিম, সাধারণ সম্পাদক সাব্বিন হাসান

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৩:৪১, ২১ ডিসেম্বর ২০২৪

দেশের তথ্যপ্রযুক্তি খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইনফোটেকইনসাইট ডট কমের সম্পাদক হিটলার এ. হালিম ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সমকালের ডিজিটাল গ্রোথ এডিটর সাব্বিন হাসান।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর কাওরান বাজারের ভিশন-২০২১ টাওয়ারের সম্মেলন কক্ষে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টাকা ভোট গ্রহণ চলে। ভোট গণনা শেষে নির্বাচন কমিশন এই ঘোষণা করে।

এবারের নির্বাচনে ৬৭ জন ভোটারের মধ্যে ৬৪ জন ভোট প্রদান করেন। বিআইজেএফর ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনে ৯টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে সভাপতি পদে ইনফোটেকইনসাইট ডট কমের সম্পাদক হিটলার এ. হালিম পেয়েছেন ৪২ ভোট, প্রতিদ্বন্দ্বী দৈনিক সমকালের সহকারী সম্পাদক হাসান জাকির পেয়েছেন ২২ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকালের ডিজিটাল গ্রোথ এডিটর সাব্বিন হাসান ৩৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোরের কাগজের হেড অব অনলাইন মিজানুর রহমান সোহেল পেয়েছেন ২৫ ভোট।

সহ-সভাপতি পদে কমপিউটার বিচিত্রার সম্পাদক ভূঁইয়া ইনাম লেনিন ৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে চ্যানেল২৪ -এর স্টাফ রিপোর্টার এনামুল হক ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র সাব-এডিটর মো. তৌহিদুল ইসলাম তুষার (৪৫ ভোট), কোষাধ্যক্ষ পদে বিজটেক ২৪ ডট কমের বিশেষ প্রতিনিধি মো. সাইফুল ইসলাম শান্ত (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে টেকসংবাদ ডট কম ডটবিডির সম্পাদক মো. মাহবুবুর রহমান (২৫ ভোট) এবং নির্বাহী সদস্য পদে মাসিক টেকওয়ার্ল্ডের সম্পাদক নাজনীন নাহার (৬১ ভোট) ও দৈনিক ডিজিটাল সময়ের মো. এনামুল করিম (৪০ ভোট) বিজয়ী হয়েছেন।

এমএএইচ

শেয়ার করুনঃ