সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

৪০ কোটি ব্যবহারকারীকে সতর্ক করলো মাইক্রোসফট ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

৪০ কোটি ব্যবহারকারীকে সতর্ক করলো মাইক্রোসফট

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৩৩, ১৪ ডিসেম্বর ২০২৪

মাইক্রোসফটের উইন্ডোজের আপডেট নিয়ে বিভ্রান্তি যেন লেগেই আছে। সম্প্রতি উইন্ডোজের নতুন একটি প্যাচ ছেড়েছে মাইক্রোসফট। শুরুতেই এর ৭১টি সমস্যা পাওয়া গেছে। ফলে এটি ৪০ কোটি গ্রাহককে সতর্ক করেছে যে ভবিষ্যতে তাদের পিসিতে সিকিউরিটি আপডেটে সমস্যা হতে পারে।

উইন্ডোজ-১১ ব্যবহারে হার্ডওয়ারের ন্যূনতম শর্ত ছিল তাতে টিপিএম ২.০ থাকতে হবে। কিন্তু গত সপ্তাহে মাইক্রোসফট এই শর্তটি বাতিল করে দেয়। অর্থাৎ এখন থেকে এর চেয়ে কনফিগারেশানের বা পুরনো পিসিতেও উইন্ডোজ ১১ ব্যবহার করা যাবে। কেননা খুব তাড়াতাড়ি উইন্ডোজ-১০-এর আপডেট বন্ধ করে দেবে মাইক্রোসফট। আর সমস্যাটা শুরু হয় এখানেই। যেসব কম্পিউটার পুরনো বা উল্লেখিত হার্ডওয়ার কম্প্যাটিবল নয় সেসব কম্পিউটারে উইন্ডোজ-১১ এই সমস্যাটি তৈরি করেছে।

এ ব্যাপারে সংবাদ মাধ্যম সাইবার নিউজ জানায়, মাইক্রোসফট তার সাপোর্ট পেজে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে। পুরনো কম্পিউটারে উইন্ডোজ ১১ ইনস্টলের ব্যাপারে বেশ কিছু সর্তকতা দেওয়া আছে। মজার বিষয় হলো একদিকে মাইক্রোসফটই উইন্ডোজ ১১ পুরনো কম্পিউটারে ব্যবহারের জন্য কম্প্যাটিবল করে দিয়েছে অপরদিকে তারাই এটি ব্যবহারে সতর্ক করছে।

-ফোর্বস অবলম্বনে

এমএএইচ

শেয়ার করুনঃ