জিমেইল পাঠানো এখন আরও সহজ
Published : ১৮:০১, ২ ডিসেম্বর ২০২৪
জিমেইলের অ্যান্ড্রয়েড সংস্করণে মেইল পাঠানোর সময় প্রাপকদের তালিকা ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন আপডেট এনেছে গুগল। নতুন এই আপডেটে স্মার্টফোন বা ট্যাব ব্যবহারকারীরা জিমেইলে মেইল পাঠানোর সময় প্রাপকদের তালিকা ব্যবস্থাপনা করা আরও সহজ হয়ে গেল। এখন থেকে অ্যান্ড্রয়েডে কোনও মেইল পাঠানোর সময় প্রাপকদের আইডির তালিকা টু, সিসি বা বিসিসি অপশন থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সহজেই স্থানান্তর করা যাবে।
অ্যান্ড্রয়েডে জিমেইল ব্যবহার করার ক্ষেত্রে ছোট পরিসর হওয়ায় অনেক সময় রিসিভারের ই-মেইল আইডি ম্যানেজমেন্ট করতে গিয়ে অনেক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে অফিসিয়াল মেইল আদান-প্রদানে অনেক ভুল বোঝাবুঝিও সৃষ্টির আশঙ্কা থেকে যায়। নতুন এই ফিচারটি এই কাজকে এখন থেকে আরও অনেক সহজ করে দেবে।
গুগলের পক্ষ থেকে জানানো হয়, নতুন এই ফিচারটি এতদিন ওয়েবসাইট কারণে থাকলেও এখন থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও তাদের স্মার্টফোন বা ট্যাবে এই ফিচারটি কাজে লাগাতে পারবে। তবে প্রথম দিকে এই সুবিধাটি ব্যবহার করতে পারবেন শুধু গুগল ওয়ান এআই প্রিমিয়াম প্ল্যান ব্যবহারকারীরা এবং অন্যান্য এন্টারপ্রাইজ বা শিক্ষাসংশ্লিষ্ট ব্যবহারকারীরা।
এমএএইচ