সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

ডেভেলপার প্রিভিউ নিয়ে আসছে অ্যান্ড্রয়েড-১৬ ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ডেভেলপার প্রিভিউ নিয়ে আসছে অ্যান্ড্রয়েড-১৬

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:১৫, ২৮ নভেম্বর ২০২৪

২০২৫ সালের জন্য অ্যান্ড্রয়েড-১৬-এর একটি সীমিত প্রিভিউ এনেছে গুগল। প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম সিনেট-এর সূত্রে জানা গেছে, গতবছরের তুলনায় নির্দিষ্ট সময়ের তিন মাস আগেই প্রথম ডেভেলপার প্রিভিউ আনতে যাচ্ছে গুগল। এত আগে প্রিভিউ আনাতে ধারণা করা হচ্ছে, আগামী বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে অ্যান্ড্রয়েড-১৬ অবমুক্ত করবে গুগল। আর তৃতীয় ত্রৈমাসিকে পূর্ণাঙ্গ সংস্করণ আনতে পারে।

গুগলের প্রোডাক্ট ডেভেলপমেন্টের অ্যান্ড্রয়েড ডেভেলপারের ভাইস প্রেসিডেন্ট ম্যাথিউ ম্যাক কুলগ একটি ব্লগ পোস্টে ডেভলপার প্রিভিউয়ের ঘোষণা দিয়ে জানান, আমরা তৃতীয় ত্রৈমাসিকের আগেই দ্বিতীয় ত্রৈমাসিকে ডেভলপার মূল অবমুক্তকরণ করতে যাচ্ছি।

এদিকে গুগলও তার পিক্সেল ৯ সিরিজ অক্টোবরের পরিবর্তে আগস্টে উন্মোচন করতে যাচ্ছে। অর্থাৎ ওই ফোনগুলোতে অ্যান্ড্রয়েড-১৫ থাকার সম্ভাবনা নেই। অর্থাৎ দুটো ইভেন্ট খুব কাছাকাছি সময়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।

অ্যান্ড্রয়েড-১৬-এর ডেভলপার প্রিভিউয়ের সফটওয়্যার রিলিজে নতুন কিছু ফিচার থাকতে পারে তার মধ্যে রয়েছে ফটো অ্যাপ। আবার মেডিকেল রিপোর্ট রাখার ক্ষেত্রেও নতুন কিছু আসার সম্ভাবনা রয়েছে।

কোন কোন মডেলের ফোনে অ্যান্ড্রয়েড-১৬ কম্প্যাটিবল হবে সে সম্পর্কে এখনও কোনও তালিকা দেয়নি গুগল। তবে এটুকু জানা গেছে সংস্করণটি পিক্সেল-৬ সিরিজ থেকে শুরু করে পিক্সেল ৯ এবং পিক্সেল-৯ প্রো ফোল্ড সিরিজ পর্যন্ত সংস্করণটি ব্যবহার করা যাবে।

এমএএইচ

শেয়ার করুনঃ