আইফোন ১৭ এয়ার হবে মাত্র ৬ মিলিমিটার পাতলা
Published : ১৭:৫০, ১৯ নভেম্বর ২০২৪
ধারণা করা হচ্ছে ২০২৫ সালের সেপ্টেম্বরে অ্যাপল আইফোন-১৭-এয়ার উন্মোচণ করবে। সেই সময় মডেলটি প্লাস ভার্সনকে প্রতিস্থাপন করতে পারবে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যম জিএসএম এরিনা। কেননা সম্প্রতি প্লাসের সেল তেমন একটা ভালো যাচ্ছে না। আলোচনা রয়েছে, ফোনটাকে আইফোন-১৭ স্লিম নামে অভিহিত করা হতে পারে।
হংকংভিত্তিক বিনিয়োগকারী ব্যাংক হেইটোং -এর সূত্র মতে, আইফোন ১৭ এয়ারের পুরুত্ব হতে পারে ৬ মিলিমিটার। যদি সত্যি তাই হয় তাহলে এযাবৎকালের সবচেয়ে পাতলা আইফোন হবে এই মডেলটি। ইতোপূর্বে আইফোনের সবচেয়ে পাতলা মডেলটি ছিল আইফোন ৬ যার পুরুত্ব ৬ দশমিক ৯ মিলিমিটার। এটা তার চেয়েও পাতলা হবে।
তবে এই মডেলটি সম্পর্কে এখনও অনেক তথ্যই অজানা। তারপরও কিছু তথ্য ইতোমধ্যেই পাওয়া গেছে। যার মধ্যে আছে এর স্ক্রিন ৬ দশমিক ৬ ইঞ্চি। মডেলটিতে ব্যবহার করা হয়েছে এ-১৯ চিপ তবে সেটা ভ্যানিলা ভেরিয়েন্টে, প্রো-তে নয়।
এর পেছনে মাত্র একটি ক্যামেরা থাকতে পারে। অ্যাপল বিশ্লেষক মিং চি কুয়ো জানান, অ্যাপল তার ডিজাইনে নতুনত্ব আনতে যাচ্ছে। অর্থাৎ এটাতে ফ্ল্যাগশিপের মতো ক্যামেরা সেটআপ থাকবে না। আশা করা যাচ্ছে অ্যাপলের পরবর্তী এই ফোন সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে।
এমএএইচ