আইফোন ১৭ এয়ার হবে মাত্র ৬ মিলিমিটার পাতলা
হংকংভিত্তিক বিনিয়োগকারী ব্যাংক হেইটোং -এর সূত্র মতে, আইফোন ১৭ এয়ারের পুরুত্ব হতে পারে ৬ মিলিমিটার। যদি সত্যি তাই হয় তাহলে এযাবৎকালের সবচেয়ে পাতলা আইফোন হবে এই মডেলটি। ইতোপূর্বে আইফোনের সবচেয়ে পাতলা মডেলটি ছিল আইফোন ৬ যার পুরুত্ব ৬ দশমিক ৯ মিলিমিটার। এটা তার চেয়েও পাতলা হবে।
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ১৭:৫০