সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

টেন মিনিট স্কুলের পাঁচ কোটি টাকার স্থগিত বিনিয়োগ ফের আলোচনায় ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

টেন মিনিট স্কুলের পাঁচ কোটি টাকার স্থগিত বিনিয়োগ ফের আলোচনায়

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৩:৩২, ১২ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে যে স্টার্টআপ শিক্ষার্থীদের পক্ষ নেওয়ায় বিনিয়োগ স্থগিত করা হয়েছিল তা পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান।

নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করতে হবে। যেসব স্টার্টআপ শিক্ষার্থীদের পক্ষ নেওয়ায় বিরূপ আচরণের শিকার হয়েছে, বিনিয়োগ বন্ধ করা হয়েছে, তার নিন্দা জানানো হয়েছে। স্টার্টআপদের সঙ্গে আলোচনা করা হবে বলে বৈঠকে আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান টেন মিনিট স্কুল-এর জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব গত ১৬ জুলাই বাতিল করে আইসিটি বিভাগের স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। টেন মিনিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষ নিয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এর পরই বিনিয়োগ প্রস্তাব বাতিল করা হয়।

ইন্টারনেট শাটডাউন বিষয়ে উপদেষ্টা বলেন, তদন্ত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর পেছনে যদি সরকারের কোনও লোক, সংস্থা বা মন্ত্রী কেউ জড়িত থাকেন, অবশ্যই বিচার করা হবে। ইন্টারনেটে অবাধে তথ্যপ্রবাহ হয়, এটি মানবাধিকার। কিন্তু এই ইন্টারনেট বন্ধ করে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, শত শত মানুষকে মেরে ফেলা হয়েছে।

এমএএইচ

শেয়ার করুনঃ