সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল

টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৪:০৪, ১৬ জুলাই ২০২৪

টেন মিনিট স্কুলে ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশ। প্রতিষ্ঠানটি তার ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার (১৬ জুলাই) এই ঘোষণা দেয়। একই ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনিও তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একই ঘোষণা দেন।

জানা যায়, এর আগে সরকারের ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব করে। এক ঘোষণায় তা বাতিল করা হয়েছে।

স্টার্টআপ বাংলাদেশের ফেসবুক পোস্টে বলা হয়েছে, স্টার্টআপ বাংলাদেশ টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে। তবে এনডিএ নীতি অনুযায়ী চুক্তি বাতিলের কারণ প্রকাশ করছে না স্টার্টআপ বাংলাদেশ। 

তবে কী কারণে বিনিয়োগ প্রস্তাব বাতিল করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আয়মান সাদিক চলমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়েছেন। টেন মিনিট স্কুলের প্রোফাইল ছবি কালো করে দেওয়া হয়।

এমএএইচ

শেয়ার করুনঃ