সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

তাঁদের বিচিত্র শখ

তাঁদের বিচিত্র শখ

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:১৮, ২২ জুন ২০২৪

বিল গেটসইলন মাস্কজেফ বেজোসমার্ক জাকারবার্গের মতো ধনীদের সম্পদের অনেক খবরই আমাদের জানা। তাদের সম্পদের ওঠা-নামা থেকে শুরু করে প্রতিষ্ঠানের সব খবরই সময়মতো আমরা জানতে পারি। তবে এসবের পাশাপাশি ব্যক্তি জীবেনও তাদের রয়েছে নানা রকমের শখ। 

বিল গেটস

বিল গেটসের মূল শখ বই পড়া। পাশাপাশি ভ্রমণের প্রতিও বেশ আগ্রহ আছে তাঁর। শখ মেটাতে তিনি সংগ্রহ করেছেন ৩ কোটি ৮ লাখ ডলার মূল্যের লিওনার্দো দা ভিঞ্চির দুর্লভ বইয়ের পাণ্ডুলিপি। তবে তরুণ বয়সে তিনি নানা মডেলের গাড়ি সংগ্রহ করতেন। খেলার ভেতরে ব্রিজ আর টেনিস খেলায় আগ্রহ আছে তাঁর।

ইলন মাস্ক

ইলন মাস্কের আগ্রহ গেমস খেলায়। তরুণ বয়স থেকেই তার এই আগ্রহ। গেমসের ভেতরে তাঁর প্রিয় গেমস হলো এলডেন রিং ও ডায়াবলো সিক্স। গেমের ভেতরে দানবদের হত্যা করার মাধ্যমে নাকি তাঁর মনের দানবেরা শান্ত হয়। এমনটাই দাবি করেছেন তিনি। গেমসের পাশাপাশি জাদু সম্পর্কেও জানার আগ্রহ আছে তার।

মার্ক জাকারবার্গ

ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের মার্শাল আর্টের প্রতি আগ্রহ রয়েছে। মিক্সড মার্শাল আর্টের চর্চা করেন তিনি। এছাড়া ওয়াটারস্কেটিংসহ বিভিন্ন রোমাঞ্চকর খেলায় আগ্রহ আছে তাঁর। বিমান চালনা ও গিটার বাজানোতেও আগ্রহ আছে জাকারবার্গের। শখের বসে চীনা ভাষাও শিখেছেন তিনি।

জেফ বেজোস

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বিমান চালনায় বেশ আগ্রহী। বাণিজ্যিক বিমান চালানোর লাইসেন্সও (পাইলট) আছে জেফ বেজোসের। তাঁর ব্যক্তিগত জেট বিমান তিনি নিজেই ওড়াতে পছন্দ করেন। ঘোড়ায় চড়ার শখও রয়েছে বেজোসের। আর ছোটবেলা থেকে ঘোরাঘুরি পছন্দ তাঁর। পাহাড়ের গুহায় ভ্রমণের মতো ব্যতিক্রম একটি আগ্রহ আছে তাঁর। মহাকাশ ভ্রমণও করেছন বেজোস।

টিম কুক

অ্যাপলের প্রধান টিম কুকের পছন্দ পাহাড়ে চড়া। রক ক্লাইম্বিংসহ সাইকেল চালানো ও হাইকিংয়ে আগ্রহ আছে কুকের। বিভিন্ন পার্কে ভ্রমণ করতেও পছন্দ করেন তিনি। পাশাপাশি বই পড়ায়ও বেশ আগ্রহ আছে তাঁর।

স্যাম অল্টম্যান

চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানের আগ্রহ গাড়িতে। রেসিং কার ও বিমানের প্রতিও গভীর আগ্রহ আছে তাঁর। স্যাম অল্টম্যানের সংগ্রহে রয়েছে পাঁচটি দামি গাড়ি যার দুটি ম্যাকলারেন্স।

সুন্দর পিচাই

পিচাই এর আগ্রহ ক্রিকেটে। পেশাদার খেলোয়াড় হওয়ার শখ ছিল তাঁর। কিন্তু যুক্তরাষ্ট্রে গিয়ে তাঁর ফুটবল ভালো লেগে যায়। তিনি বার্সেলোনা ফুটবল দলের সমর্থক। তিনি লিওনেল মেসির ভক্ত।

এরাছাড়া অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের ছোটবেলা থেকেই শখ ছিল বই পড়াসাঁতারসঙ্গীত ও বন্ধুদের নিয়ে ঠাট্টাতামাশা করা। বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতিও বানাতেন স্টিভ। মাইক্রোসফটের বর্তমান প্রধান নির্বাহী কর্মকতা সত্য নাদেলাও ক্রিকেটের প্রতি আগ্রহী। পাশাপাশি বই পড়ারও আগ্রহ আছে তাঁর।

এমএএইচ

শেয়ার করুনঃ