সোমবার; ১৪ এপ্রিল ২০২৫; ১ বৈশাখ ১৪৩২

চীনে বাণিজ্যিকভাবে সিক্স-জি চালু হবে ২০৩০ সালের মধ্যে ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চীনে বাণিজ্যিকভাবে সিক্স-জি চালু হবে ২০৩০ সালের মধ্যে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:২৫, ১২ এপ্রিল ২০২৫

২০৩০ সালের মধ্যে বাণিজ্যিকভাবে সিক্স-জি নেটওয়ার্ক চালুর প্রস্তুতি নিচ্ছে চীন। চীনের শীর্ষ প্রযুক্তি বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছেন।

চলমান গ্লোবাল সিক্স-জি কনফারেন্স ২০২৫-এ চায়না ইঞ্জিনিয়ারিং একাডেমির বিশেষজ্ঞ উ হ্য ছুয়ান এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, সিক্স-জি শুধু আগের প্রজন্মের চেয়ে দ্রুতগতির নেটওয়ার্ক নয়, এটি একটি প্রযুক্তিগত বিপ্লব।

ওয়ান-জি থেকে ফোর-জি পর্যন্ত প্রযুক্তির ব্যবহার সীমাবদ্ধ ছিল কেবল ভয়েস ও ডেটার মধ্যে। ফাইভ-জি ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে ব্যবহৃত হতে শুরু করলেও প্রত্যাশিত হারে শিল্প খাতে অগ্রগতি আসেনি। সে অভিজ্ঞতা থেকেই সিক্স-জি নিয়ে গড়ে উঠছে নতুন প্রত্যাশা ও চ্যালেঞ্জ।

উ হ্য ছুয়ান বলেন, আগামী প্রজন্মের স্মার্টফোন হবে সম্পূর্ণ এআই-চালিত, যেগুলো শুধু কনটেন্ট ব্যবহারে সীমাবদ্ধ থাকবে না, বরং ব্যবহারকারীদের আরও দ্রুত ও সহজে কনটেন্ট তৈরি করতেও সক্ষম করে তুলবে।

চীনের চিয়াংসু প্রদেশের নানচিং শহরে শুরু হওয়া এই গ্লোবাল কনফারেন্স শেষ হচ্ছে আজ (১২ এপ্রিল)।

সূত্র: সিজিটিএন

এমএএইচ

শেয়ার করুনঃ