সোমবার; ১৪ এপ্রিল ২০২৫; ১ বৈশাখ ১৪৩২

ছোটদের জন্য টিন অ্যাকাউন্ট চালু করলো ফেসবুক ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ছোটদের জন্য টিন অ্যাকাউন্ট চালু করলো ফেসবুক

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৫:১০, ৯ এপ্রিল ২০২৫

ছোট তথা কিশোর-কিশোরীদের জন্য টিন অ্যাকাউন্ট চালু করলো ফেসবুক ও মেসেঞ্জার। এর আগে এই সুবিধা চালু হয় ইন্সটাগ্রামে। ছোটদের নিরাপত্তা দিতে এই নিয়ম চালু করলো সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

বয়স জালিয়াতি শনাক্তে ইনস্টাগ্রামে রয়েছে বিশেষ ব্যবস্থা। নতুন নিয়ম অনুযায়ী, অভিভাবকের অনুমতি ছাড়া কিশোররা কিছু প্রাইভেসি সেটিং পরিবর্তন করতে পারবে না এবং তাদের স্ক্রিনটাইম ও বন্ধুর তালিকা অভিভাবকরা পর্যবেক্ষণ করতে পারবেন।

মেটা এক ব্লগ পোস্টে জানিয়েছে, এই অ্যাকাউন্টে টিনএজাররা শুধু মেসেজ গ্রহণ করতে পারবে যাদের তারা ফলো করে এবং যাদেরকে তারা আগে মেসেজ পাঠিয়েছে।

আরও বলা হয়, শুধু ছোটরা তাদের বন্ধুদের দেখতে পারবে এবং তাদের স্টোরিতে রিপ্লাই করতে পারবে। ট্যাগ করা, মেনশন করা এবং মন্তব্য করার বিষয়টি থাকবে সীমিত।

সূত্র: টেকক্রাঞ্চ

এমএএইচ

শেয়ার করুনঃ