.png)

স্ট্যান্ড উইথ ফাহমিদুল, ফেসবুকে ঝড়
Published : ১৬:২০, ১৯ মার্চ ২০২৫
ফেসবুকে ঝড় উঠেছে তরুণ ফুটবলার ফাহমিদুলকে নিয়ে। সৌদি আরবে দলের সাথে থেকে ক্যাম্পে যোগ দিয়ে অনুশীলন ম্যাচে হ্যাটট্রিক করলেও ইতালি প্রবাসী তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলামকে দেশে আনা হয়নি। প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যান্ড উইথ ফাহমিদুল হ্যাশট্যাগ ব্যবহার করে প্রতিবাদের ঝড় তুলছেন বাংলাদেশ ফুটবলের প্রেমীরা।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে দুই প্রবাসী ফুটবলারের অন্তর্ভুক্তি নিয়ে মজেছিলেন ফুটবলপ্রেমীরা। এদের একজন হামজা চৌধুরী। যিনি দেশে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাকে দলের ক্যাম্প থেকে ফেরত পাঠানো হয়েছে ইতালিতে। ফাহমিদুলকে না আনার কারণ ব্যাখ্যা করেছেন জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা। সৌদি আরব থেকে দেশে ফিরে তিনি বলেছেন, ফাহমিদুল ঢাকায় আসেনি। তিনি সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ক্যাম্পে ছিলেন। তিনি মেধাবী খেলোয়াড় তবে তার আরও সময় প্রয়োজন।
জানা গেছে, ইতালিয়ান ফুটবলে চতুর্থ ডিভিশনে খেলা ফাহমিদুলকে খুঁজে বের করেছিলেন কাবরেরার নিজেই। তার ইচ্ছাতেই সৌদির ক্যাম্পে রাখা হয়েছিল এই উদীয়মান ফুটবলারকে। এমনকি অনুশীলনে গোলের হ্যাটট্রিক করেছিলেন তিনি। এমন একজন খেলোয়াড়কে বাদ দেওয়ায় হতাশ সমর্থকরা। ফেসবুকে সমালোচনার ঝড় বইছে।
এমএএইচ