শুক্রবার; ০৪ এপ্রিল ২০২৫; ২১ চৈত্র ১৪৩১

আকর্ষণীয় ছবি আপলোড করার টিপস দিলো টিকটক ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আকর্ষণীয় ছবি আপলোড করার টিপস দিলো টিকটক

ফয়সাল ইসলাম

Published : ১৭:৩৬, ১১ মার্চ ২০২৫

টিকটকে স্থির ছবি ব্যবহার করে কিভাবে এনগেজমেন্ট বাড়ানো যায় সে সম্পর্কে কিছু টিপস তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে। টিকটক জানিয়েছে, ফটো পোস্টিং ফিচারের মাধ্যমে স্থির ছবি পোস্ট করেও কমিউনিটিতে নিজের অংশগ্রহণ বাড়ানো যায়।

টিকটকের ফটো পোস্টিং গাইডে কিভাবে ইমেজ পোস্ট করতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে এবং ছবির সাথে কি কি যোগ করা দরকার সে সম্পর্কেও বলা আছে। এছাড়া ইনসাইডার টিপস হিসেবেও আরও কিছু পরামর্শ দেওয়া হয়েছে। যেমন, টাইটেল সম্পর্কে, ছবির পেছনে অডিও এবং ভালো টেক্সট ব্যবহার করা ইত্যাদি।

গাইডলাইনে জানানো হয়, ছবির বর্ণনা দেওয়ার জন্য অক্ষরের পরিসীমা চার হাজার পর্যন্ত করা হয়েছে। এছাড়া বিভিন্ন রকম কি-ওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রেও পরামর্শ দেওয়া হয়েছে। সবশেষে ট্রেন্ডিং ফটোর একটি তালিকা দিয়েছে টিকটক। তার মধ্যে রয়েছে, হিউম্যান ইন্টারেস্ট পিসেস, ইভেন্ট হাইলাইটস, মিমি, ইভোলিউশনস, হিউমার, রেসিপি, ইনফো শেয়ারিং, টিউটরিয়াল ও রাউন্ডাপ ইত্যাদি।

সূত্র: সোশ্যালমিডিয়াটুডে ডট কম

এমএএইচ

শেয়ার করুনঃ