.png)

এআই দিয়ে ইউটিউব সিইও’র ভিডিও বানিয়ে স্ক্যাম
Published : ১৬:০৬, ৫ মার্চ ২০২৫
কনটেন্ট ক্রিয়েটরদের সতর্ক করে বার্তা দেওয়া হয়েছে ইউটিউবের পক্ষ থেকে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এআই দিয়ে তাদের সিইও নীল মোহনের ভিডিও বানিয়ে ক্রিয়েটরদের ফাঁদে ফেলে ফিশিং স্ক্যাম পরিচালনা করা হচ্ছে।
গত মঙ্গলবার ইউটিউবের এর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে তারা তাদের মনিটাইজেশন পলিসি পরিবর্তন করবে। আর এটাকেই উপলক্ষ বানিয়ে ভিডিও বার্তায় জানানো হয়, মূলত ক্রিয়েটরদের ক্রেডেনশিয়াল চুরি করার জন্য এই পলিসি পরিবর্তন করা হচ্ছে।
ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়, তাদের প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের কোনও কর্মী কখনোই ব্যক্তিগত পর্যায়ে প্রাইভেট ভিডিওর মাধ্যমে যোগাযোগ করে না। এ ধরনের কোনও ভিডিও পেলে তাকে ফিশিং হিসেবে ধরে নিতে বলা হয়েছে। মূলত প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুন্ন করতে এ ধরনের ফিশিং স্ক্যাম পরিচালনা করা হচ্ছে বলে মন্তব্য করা হয় ইউটিউবের পক্ষ থেকে।
এমএএইচ