.png)

ইউটিউব ব্যবহারকারীদের তথ্য চুরি করছে প্রতারকরা
Published : ১১:২৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
যারা নিয়মিত ইউটিউব ব্যবহার করেন তাদের ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়েছে। এসব তথ্য চুরি করছে একদল প্রতারক। তাদের বোকা বানাতে শুরুতে ইউটিউবের অফিশিয়াল ই-মেইল ঠিকানার মতো করে তৈরি ঠিকানা থেকে ইউটিউবের নামে একটি লিংকযুক্ত ভুয়া ই-মেইল পাঠানো হয় তাদের। প্রায় একইরকম ই-মেইল ঠিকানার মতো হওয়ায় অনেকেই প্রতারকদের পাঠানো ই-মেইলটি ইউটিউব থেকে পাঠানো ভেবে লিংকটিতে ক্লিক করে বিভিন্ন তথ্য জমা দিয়ে থাকেন। তথ্য দিলেই তা চলে যায় প্রতারকদের দখলে।
ওসব লিংকে ক্লিক করলে ব্যবহারকারীরা ইউটিউবের একটি ভিডিও দেখতে পান। ভিডিওর বিবরণে আরেকটি লিংকে ক্লিক করতে বলা হয়। সেখানে ক্লিক করলে পাসওয়ার্ড সুরক্ষিত থাকা পেজে প্রবেশ করে থাকেন ব্যবহারকারীরা। প্রতারকরা ব্যবহারকারীদের ওই কোড ব্যবহার করে একটি ক্ষতিকর ফাইল ডাউনলোড করায়। ফাইলটি চালু হলে আক্রান্ত যন্ত্র থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে প্রতারকরা। গত বছরের ডিসেম্বরে একই ধরনের প্রতারণার ঘটনা ঘটেছিল। তখন কয়েকটি ক্লিকের মাধ্যমেই অনেক ইউটিউব নির্মাতা তাদের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারান।
ইউটিউব বলেছে, অনলাইনে নিরাপদ থাকতে সব সময় সতর্ক থাকতে হবে। সন্দেহজনক ই-মেইল বা লিংকে ক্লিক করা যাবে না। এ ধরনের প্রতারণামূলক ই-মেইল পেলে ইউটিউবের অফিশিয়াল সহায়তা কেন্দ্রে অভিযোগ করতে হবে।
এমএএইচ