.png)

গুগল সার্চে আসছে এআই মোড
Published : ১৫:৪৭, ১১ ফেব্রুয়ারি ২০২৫
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির উন্নতির সাথে সাথে ইন্টারনেট দুনিয়ায় খোঁজার ধরন বদলে যাচ্ছে। বর্তমানে চ্যাটজিপিটির এআইভিত্তিক সার্চ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা সাধারণ কি ওয়ার্ডের পরিবর্তে কথার মাধ্যমে অনলাইন থেকে বিভিন্ন তথ্য জানতে পারছেন। অনুসন্ধান ফলে সংশ্লিষ্ট ওয়েবসাইটের লিংকও দেখা যায়। গুগলও এবার একই পথের যাত্রী হয়েছে। প্রচলিত সার্চ ব্যবস্থার বিকল্প হিসেবে এআই মোড নামের নতুন ফিচার চালু করতে যাচ্ছে গুগল।
গুগল সার্চে এআই ওভারভিউ ফিচার রয়েছে। সুবিধাটি সার্চ থেকে প্রাপ্ত ফলের ওপরের অংশে এআইয়ের মাধ্যমে তৈরি সংক্ষিপ্ত উত্তর দেখায়। তবে নতুন এআই মোড হবে সম্পূর্ণ ভিন্ন। এটি আলাদা একটি ট্যাবে থাকবে। ব্যবহারকারীরা চাইলে এটি চালু করতে পারবেন।
গুগল এখনও আনুষ্ঠানিকভাবে এআই মোড চালুর তারিখ ঘোষণা করেনি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল জানিয়েছে, জানিয়েছে, এরই মধ্যে এআই মোড সুবিধার কার্যকারিতা পরীক্ষা শুরু করেছে গুগল। এটি দেখতে প্রচলিত গুগল সার্চের মতোই। তবে ওপরের অংশে এআই মোড নামে একটি আলাদা ট্যাব যুক্ত করা হয়েছে।
সূত্র: ম্যাশেবল ডট কম
এমএএইচ