সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

গুগল ক্যালেন্ডারে কী হচ্ছে? ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

গুগল ক্যালেন্ডারে কী হচ্ছে?

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:০৪, ১৯ ডিসেম্বর ২০২৪

গুগলের বিভিন্ন পরিষেবায় সাইবার হামলাকারীদের নজর থাকার বিষয়টি একেবারে অস্বাভাবিক নয়। বেশিরভাগ ক্ষেত্রে সাইবার আক্রমণকারীদের মূল টার্গেটই থাকে এই প্ল্যাটফর্মটি। সম্প্রতি চেকপয়েন্ট সিকিউরিটিদের কাছে ধরা পড়েছে গুগল ক্যালেন্ডার এমন একটি আক্রমণ। আক্রমণে গুগল ক্যালেন্ডারের সঙ্গে আরও রয়েছে জিমেইলড্রয়িং ও গুগলের ফর্ম।

সংবাদমাধ্যম ফোর্বসের সূত্রে জানা যায়, চেক পয়েন্টের গবেষকরা নতুন এই আক্রমণের বিষয়ে সতর্ক করেছে। তারা জানায় নতুন এই আক্রমণটি একটু ভিন্ন ধরনের। যদিও এ পর্যন্ত তারা মাত্র ২ হাজার ৩০০ আক্রমণ শনাক্ত করেছে গত দুই সপ্তাহে। কিন্তু তারপরও সবাইকে সতর্ক থাকা উচিত বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি। চেক পয়েন্ট জানায় তারা এমনভাবে মেইল পাঠাবে যেন দেখে মনে হবে হুবহু গুগল ক্যালেন্ডার থেকে মেইল এসেছে।

এই আক্রমণের শিকার হলে প্রথমে গুগল ক্যালেন্ডারের কিছু ফিচার নষ্ট হয়ে যাবে। যেমন গুগল ফর্মের সাথে ইন্টিগ্রেশন। তবে এসব কিছু আক্রমণের মূল উদ্দেশ্যই হলো ভুয়া পেমেন্টের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া।

এমএএইচ

শেয়ার করুনঃ