টিকটকের বর্ষসেরা ভিডিও নির্মাতা নাদির
Published : ১৭:৪৯, ৯ ডিসেম্বর ২০২৪
টিকটকের বর্ষসেরা ভিডিও নির্মাতা বা ক্রিয়েটর পুরস্কার পেয়েছেন নাদির (নাদির অন দ্য গো)। সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ে ‘টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস ২০২৪’ আয়োজনে এ পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশি ক্রিয়েটরদের জন্য দ্বিতীয়বারের মতো এ আয়োজন করা হয়। এ বছর ১০টি শ্রেণিতে পুরস্কার দিয়েছে টিকটক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিকটক।
এছাড়া সেরা ভিডিওর জন্য পুরস্কার পেয়েছেন গুলফাম শাহানা জানা। সেরা ফ্যাশন ক্রিয়েটর হামজা খান শায়ান এবং সেরা ট্রাভেল ক্রিয়েটর পুরস্কার পেয়েছেন মি. মিক্সার রাশিক (মি. মিক্সারসওয়ার্ল্ড)।
শিক্ষামূলক কনটেন্ট তৈরির জন্য কনটেন্ট ক্রিয়েটর স্যাম (স্যাম জোন অফিশিয়াল), সেরা বিউটি ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন তানিশা তাসনিম (দ্য চার্ম ইনসাইড ১৮)। উদীয়মান ক্রিয়েটরদের মধ্যে সেরা হয়েছেন রাফসান আহমেদ।
সেরা ফুড ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন সোহেব রহমান (হ্যাটমান কুকিং) এবং সেরা এন্টারটেইনমেন্ট ক্রিয়েটরের পুরস্কার জিতেছেন সারওয়ার বাঁধন এবং সাদিয়া রোজা (সারওয়ার সাদিয়া)। এছাড়া সেরা স্পোর্টস ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন মোহাম্মদ কাওসার বিন মুস্তাফিজ (নিশ্চুপ শৌভিক)।
টিকটক ব্যবহারকারীদের ভোটে বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে। এই পুরস্কারের জন্য গত ১৪ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত টিকটক অ্যাপের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। মোট ১০টি শ্রেণিতেই ব্যবহারকারীরা ভোট দেওয়ার সুযোগ পান।
টিকটকের দক্ষিণ এশিয়ার হেড অব কনটেন্ট অপারেশনস পূজা দত্ত বলেন, টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস আমাদের মাধ্যমে ব্যবহারকারীদের অসাধারণ সৃজনশীলতা ও দক্ষতা তুলে ধরে। বিনোদন বা শিক্ষমূলক ভিডিওর পাশাপাশি ডিজিটাল মাধ্যমের গতিশীলতা ও বৈচিত্র্যকে যারা তুলে ধরেন, আমরা তাদের উৎসাহিত করি।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার প্রসারে কাজ করছে টিকটক:
বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের (এসএমবি) নিয়ে সম্প্রতি টিকটক একটি বিশেষ ওয়ার্কশপ আয়োজন করে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ইভেন্টটি অনুষ্ঠিত হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী, বিপণনকারী এবং উদ্যোক্তারা। ব্যবসায়ের মার্কেটিং, আর প্রমোশনাল স্ট্রাটেজির জন্য কীভাবে টিকটক প্ল্যাটফর্মটি ব্যবহার করা যায় সেটি সম্পর্কে জানতে পারেন ইভেন্টটির অংশগ্রহণকারীরা।
ব্যবসায় বৃদ্ধি করতে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশে এসএমবিগুলোর জন্য টিকটকের এই ওয়ার্কশপটির উদ্যোগ গ্রহণ করে। কীভাবে টিকটকের বিশেষ ফিচারগুলো কাজে লাগিয়ে প্ল্যাটফর্মটির মাধ্যমে ব্র্যান্ডের প্রচার এবং তরুণ প্রজন্মের সঙ্গে যুক্ত হওয়া যায়, সেটি সম্পর্কে দিনব্যাপী ওয়ার্কশপটিতে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া, সৃজনশীলভাবে টিকটকে কীভাবে উদ্যোক্তারা তাদের পণ্য ও পরিষেবাগুলো তুলে ধরতে পারে সেটি সম্পর্কে জানতে পারেন অংশগ্রহণকারীরা।
ওয়ার্কশপটির অন্যতম প্রধান দিক ছিল টিকটকে কনটেন্ট তৈরিতে সত্যতা এবং সৃজনশীলতার গুরুত্বের বিষয়টি। গতানুগতিক মার্কেটিং বা বিপণন পদ্ধতির বাইরে চিন্তা করতে এবং নতুনভাবে ব্র্যান্ডগুলো অনলাইনে তুলে ধরতে অংশগ্রহণকারীদের উৎসাহিত করা হয়। ব্যবহারিক এবং রিয়েল-টাইম অনুশীলনের মাধ্যমে ব্যবসায়ের উদ্যোক্তারা টিকটকে সম্ভাব্য গ্রাহকদের জন্য কীভাবে কনটেন্ট তৈরি করতে পারে সেটি সম্পর্কে জানতে পারেন।
এমএএইচ