মোবাইল কলে সর্বোচ্চ করের দেশ হতে যাচ্ছে বাংলাদেশ!
Published : ১৮:৩৫, ২ জুন ২০২৪
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ভয়েস কল-ইন্টারনেটসহ সব ধরনের মোবাইল সেবার ওপর বাড়তি ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ হতে যাচ্ছে, এমন তথ্য, কথা বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। কেউ কেউ তার সোশ্যাল হ্যান্ডেলে এসব খবর, তথ্য শেয়ারও করছেন। তবে সঠিক তথ্যটা জানা যাবে বাজেটের ঘোষণায়। সে পর্যন্ত আমাদের আরও জানতে হবে, গ্রাহক পর্যায়ে মোবাইল সেবার ওপর সর্বোচ্চ করারোপ হতে যাচ্ছে বাংলাদেশে। বর্ধিত এই করের হার দাঁড়াবে ৩৯ শতাংশে।
আগামী ৫ জুন বাজেট ঘোষণার দিন থেকেই নতুন এই কর কার্যকর করা হবে। নতুন এই করসীমা কার্যকর করা হলে প্রতি ১০০ টাকার মোবাইল রিচার্জ করলে পাওয়া যাবে ৬১ টাকা, বাকি ৩৯ টাকাই কাটা হবে কর হিসেবে যেখানে বর্তমানে পাওয়া যায় ৬৬ টাকা ৭৫ পয়সা। মোবাইল খাতে কর বাড়ানো ছাড়াও কয়েকটি খাতে ভ্যাট অব্যাহতিও ধাপে ধাপে প্রত্যাহারের পরিকল্পনা করা হচ্ছে বলে বিভিন্ন মাধ্যমে আলাপ হচ্ছে।
উল্লেখ্য, এই খাতে সর্বোচ্চ করের দেশ ছিল পাকিস্তান। দেশটিতে করের হার ছিল ৩৪ দশমিক ৫ শতাংশ। নিকটবর্তী অন্যান্য দেশে এই করের হার শ্রীলঙ্কায় ২৩ দশমিক ৫ শতাংশ, ভারতে শতাংশ এবং নেপালে ২৬ দশমিক ৩ শতাংশ।
এমএএইচ