সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

ম্যালওয়্যারের সন্ধান মিললো গুগল প্লে-স্টোরে ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ম্যালওয়্যারের সন্ধান মিললো গুগল প্লে-স্টোরে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৩৯, ২৯ সেপ্টেম্বর ২০২৪

গুগল প্লে-স্টোরের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। নেক্রো নামের এই ম্যালওয়্যার প্লে-স্টোরের নিরাপত্তাব্যবস্থাকে এড়িয়ে ব্যবহারকারীদের স্মার্টফোনে ছড়িয়ে পড়ছে।

ক্যাসপারস্কির সূত্রে জানা যায়, দুটি অ্যাপে এই ম্যালওয়্যারের পাওয়া গেছে। অ্যাপ দুটি ইতিমধ্যে ১ কোটি ১০ লাখের ওপরে ডাউনলোড হয়েছে। জানা যায়, নেক্রো নামে ট্রোজান ঘরানার ম্যালওয়্যার অ্যাপগুলোর মডিফায়েড সংস্করণের মাধ্যমে ব্যবহারকারীদের স্মার্টফোনে প্রবেশ করেছে।

ক্যাসপারস্কি আরও জানায়উইটা ক্যামেরা ও ম্যাক্স ব্রাউজার নামে ফটো এডিটিং ও বিউটিফিকেশন অ্যাপ দুটিতে নেক্রো ম্যালওয়্যার রয়েছে। এরমধ্যে উইটা ক্যামেরা অ্যাপটিই প্লে-স্টোর থেকে এক কোটির ওপরে ডাউনলোড হয়েছে। অপর দিকে ম্যাক্স ব্রাউজারটি ১০ লাখের বেশিবার ডাউনলোড হয়েছে, অর্থাৎ প্রায় ১ কোটি ১০ লাখের ওপরে স্মার্টফোনে এই ম্যালওয়্যারটি রয়েছে এখন। সূত্র জানায়, উইটা ক্যামেরা অ্যাপ থেকে ম্যালওয়্যারটি সরিয়ে দেওয়া হলেও ম্যাক্স ব্রাউজারের আপডেটেড সংস্করণে ম্যালওয়্যারটি এখনো রয়েছে।

বিপদের আরও কারণ হলো, এই অ্যাপ দুটো ছাড়াও জনপ্রিয় বিভিন্ন অ্যাপের মডিফায়েড সংস্করণ থেকে নেক্রো ম্যালওয়্যার ছড়াচ্ছে বলে জানায় ক্যাসপারস্কি। এসব অ্যাপের মধ্যে রয়েছে জিবি হোয়াটসঅ্যাপএফএম হোয়াটসঅ্যাপ ও স্পটিফাই প্লাস। এছাড়া স্ট্যাম্বল গাইজকার পার্কিং মাল্টিপ্লেয়ারমেলন স্যান্ডবক্সের মতো জনপ্রিয় গেমের মডিফায়েড সংস্করণেও নেক্রো ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গেছে বলে জানায় সূত্রটি।

এমএএইচ

শেয়ার করুনঃ