ভিডিও কনফারেন্স কল করা যাবে এক্সে
Published : ১৭:৫৭, ২ সেপ্টেম্বর ২০২৪
জুম, গুগল মিট বা মাইক্রোসফট টিমসের মতো ভিডিও কনফারেন্স কলের সুবিধা আনতে যাচ্ছে ইলন মাস্কের মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে তাদের কর্মীদের মাঝে (অভ্যন্তরীণ) পরীক্ষা চালিয়েছে। ফিচারটি চালু হলে এক্সে ওয়ান-টু-ওয়ান কল ছাড়াও কনফারেন্স কল করা যাবে এক্স ব্যবহার করেই।
যদিও নতুন এই ফিচারটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এক্স। তবে ক্রিস পার্ক নামে প্রতিষ্ঠানটির এক কর্মী টুলটি ব্যবহারের একটি ছবি এক্সে প্রকাশ করেছেন। পোস্টে তিনি জানান, প্রথমবারের মতো টুলটির সফল ব্যবহারের মাধ্যমে সহকর্মী ও ডেভেলপারদের সঙ্গে অনলাইন সভা করা গেছে। নতুন এই ফিচারটি গুগল হ্যাংআউটস, জুম বা মাইক্রোসফট টিমসের বিকল্প হিসেবে কাজ করবে।
এদিকে ক্রিস পার্কের পাশাপাশি অ্যাপ গবেষক পিএমইউআই এই একই টুলের একটি ভিডিও প্রকাশ করেছেন এক্সে। তার ছবির তথ্যানুযায়ী অ্যাপের প্রোফাইল আইকনে ট্যাপ করে তারপর কনফারেন্স অপশনে ট্যাপ করলে সরাসরি ভিডিও কনফারেন্স শুরু হয়ে যায়।
এমএএইচ