ব্রাজিলে এক্স বন্ধ
Published : ১৭:৫৩, ৩১ আগস্ট ২০২৪
ব্রাজিলে বন্ধ হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স (টুইটার)। শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ব্রাজিলের সুপ্রিম কোর্টের একজন বিচারপতি গত শুক্রবার দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাকে এক্স বন্ধের নির্দেশ দেন। এর আগে এক্সের বিরুদ্ধে দেশটিতে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ ওঠে।
সুপ্রিম কোর্টের বিচারপতি এক্স-এর মালিক ইলন মাস্ককে ব্রাজিলে এক্সের একজন আইনি প্রতিনিধি নিয়োগ করার নির্দেশ দিয়ে সময় বেঁধে দিয়েছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সময় শেষ হয়। নির্দেশনা পেয়ে মাস্ক বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি অন্যায্য সেন্সরশিপ আরোপের চেষ্টা করছেন।
এক পোস্টে মাস্ক লিখেছেন, তাঁরা ব্রাজিলে সত্যের এক নম্বর উৎস বন্ধ করছে। প্রবেশ নিষিদ্ধ হতে যাওয়ায় এক্স ব্রাজিলে নিজের একটি বড় ও আকর্ষণীয় বাজার হারাতে বসেছে। এমন একটি সময়ে এ সিদ্ধান্ত এসেছে, যখন এই প্ল্যাটফর্মের জন্য বিজ্ঞাপন থেকে আয় পেতে মাস্ককে লড়াই করতে হচ্ছে।
নির্দেশ দানের পরও গতকাল ব্রাজিল থেকে এক্সে প্রবেশ করা যাচ্ছিল। যদিও অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগের অন্যসব মাধ্যমে এক্সে প্রবেশ করতে না পারার কথা জানান।
সূত্র: রয়টার্স
এমএএইচ