সোমবার; ২৩ ডিসেম্বর ২০২৪; ৮ পৌষ ১৪৩১

আইফোন ‌১৬-এর যেসব তথ্য ফাঁস হলো ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আইফোন ‌১৬-এর যেসব তথ্য ফাঁস হলো

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:০৮, ১৯ আগস্ট ২০২৪

শিগগিরই অ্যাপলের নতুন আইফোন-১৬ উন্মোচিত হবে। আসন্ন এই ফোন নিয়ে ইতোমধ্যে বাজারে অনেক গুজব ছড়িয়েছে। ছড়িয়েছে বিভিন্ন তথ্য ফাঁস হওয়ার খবর। সব সত্য না হলেও আশা করা যায় অনেক তথ্যই হয়তো মিলে যাবে।

ধারণা করা হচ্ছে, এবারের আইফোনে ক্যামেরায় থাকবে নতুনত্ব। আইফোন ১৬-প্রোর ভ্যানিলা আইফোনে ডিএসএলআরের মতো প্রেশার সেন্সেটিভ ক্যামেরা বাটন থাকতে পারে। স্ক্রিনের আকার আইফোন-১৫ প্রোর লাইনআপের তুলনায় একটু বড় হবে। একটি ডামি প্রেজেন্টেশনে দেখা গেছে এর তিনটি টাইটানিয়াম কালার রয়েছে যার মধ্যে একটি রোজ টাইটানিয়াম।

অ্যাপলের নতুন এআই ফিচার আইওএস-১৮ এর শুরুতেই নাও থাকতে পারে। ধারণা করা হচ্ছে, অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার আইওএস ১৮.১ -এ আসতে পারে অক্টোবরে। যাইহোক আইফোন-১৬ -এর ব্যাটারি লাইফ আগের তুলনায় বেশি হবে। এতে ব্যাটারি হিটিং ইস্যু বেশি হতে পারে বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যম ভার্জ। তবে এই সমস্যা সমাধানে স্টেইনলেস স্টিলের ব্যাটারি কেস ব্যবহার করা হতে পারে। এতে ব্যাটারি রিপ্লেস অনেক সহজ হবে।

যেসব কালারে আইফোন আসতে পারে তার মাধ্যে রয়েছে কালো, সাদা (অথবা সিলভার), গ্রে (ন্যাচারাল টাইটানিয়ামও হতে পারে) এবং রোজ। বড় একটি পরিবর্তন হলো ক্যামেরা মডিউল ভার্টিক্যাল থাকতে পারে। ডায়াগনাল ক্যামেরা পজিশন নাও থাকতে পারে। এছাড়া সব আইফোনেই টেট্রাপ্রিজম প্রযুক্তি থাকতে পারে। আগামী সেপ্টেম্বরে নতুন আইফোন বাজারে আসছে।

 

এমএএইচ

শেয়ার করুনঃ